Bunty Aur Babli 2: ট্রেলার মুক্তির আগে 'বান্টি অউর বাবলি ২' ছবিতে নিজেদের চরিত্র নিয়ে মুখ খুললেন সেফ-রানি
জানা গিয়েছে আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার। দীর্ঘ বারো বছর পর পর্দায় একসঙ্গে সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের কেমিস্ট্রি যে ফের দর্শককে মাতিয়ে দেবে, তা বলাই বাহুল্য।
মুম্বই: শুক্রবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'বান্টি অউর বাবলি ২' ছবির টিজার। অনুরাগীদের কাছে খানিক অন্যভাবে ধরা দিলেন অভিনেতা সেফ আলি খান ও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। অবশেষে ১২ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধছেন সেফ ও রানি। সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার। তার আগে নিজেদের চরিত্রগুলি নিয়ে কথা বললেন সেফ ও রানি।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর চরিত্রটির নাম ভিম্মি ওরফে বাবলি। যিনি মানুষকে প্রতারণার কাজ ছেড়ে আপাতত পেশায় ফ্যাশন ডিজাইনার। রানির কথায়, তাঁর চরিত্রটি সবসময়েই 'সেন্টার অফ অ্যাট্রাকশন' হতে চায়। অর্থাৎ সকলে সবসময় তাঁকেই নজরে রাখবে এই ইচ্ছাই প্রকাশ করত। সেভাবেই তাঁর ফ্যাশন ডিজাইনিংয়ের চরিত্রটিও তৈরি করা হয়েছে বলে জানান অভিনেত্রী। বিবাহিত সম্পর্কে খুশি থাকা সত্ত্বেও সে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। রানি মুখোপাধ্যায় বলেন, 'ছোট শহরে গৃহবধূ হয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছে ভিম্মি। সে জানে যে সে খুব স্মার্টলি একাধিক মানুষকে প্রতারিত করার ক্ষমতা রাখে। সে ফ্যাশনে কাজ করার সিদ্ধান্ত নেয়। ওর ফ্যাশন চয়েস খুব লাউড, জোরালো, রঙিন যা ওর চরিত্রের পরিপন্থি। ধীরে ধীরে সে ওই এলাকার ফ্যাশন ক্যুইন হয়ে ওঠে।'
সেফও নিজের চরিত্র নিয়ে কথা বলেন। বান্টির চরিত্রে এবার দেখা যাবে সেফ আলি খানকে। তিনি জানান, নিজের চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ওজন বাড়িয়েছেন আবার কমিয়েওছেন। তিনি জানান, প্রতারণার কাজ থেকে অবসরের পর বান্টি এখন একজন টিকিট কালেক্টর। এই চরিত্রের জন্য বেশ ওজনও বাড়াতে হয়েছে তাঁকে। সেফ বলেন, 'এমন একদিনও যায় না যেদিন রাকেশ নিজের বান্টি হয়ে ওঠাটাকে মিস করে না। নিজের আসল পরিচয় লুকিয়ে রাখলেও সেই কাজের থ্রিলটা মিস করে বান্টি। নিজে কী এবং কী হয়ে উঠতে চায়, সেই ইচ্ছেটা দমিয়ে রাখতে রাখতে সেটাই তার স্বাস্থ্যে প্রভাব ফেলতে থাকে।'
সেফ আলি খান বলেন, 'আমাকে বেশ কয়েক কেজি ওজন বাড়াতে হয়। প্যাকড শিডিউলের জন্য খুব তাড়াতাড়ি সেই ওজন ঝরিয়েও ফেলতে হয়। এখন যখন সেই দিনগুলির কথা ভাবি, মনে হয় যে ওই পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে ভালই করেছিলাম কারণ রাকেশ ওরফে বান্টিকে বেশ বিশ্বাসযোগ্য মনে হয়।'
করোনার পরিস্থিতির কারণে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পরই অন্যান্য পরিচালক, প্রযোজকদের মতো একাধিক ছবির মুক্তির দিন ঘোষণা করেছে যশরাজ ফিল্মস। 'বান্টি অউর বাবলি' ছবিটি এর আগে গতবছর ২৬ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীকালে তা পিছিয়ে যায়। জানা যাচ্ছে অবশেষে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ নভেম্বর। জানা গিয়েছে আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার। দীর্ঘ বারো বছর পর পর্দায় একসঙ্গে সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের কেমিস্ট্রি যে ফের দর্শককে মাতিয়ে দেবে, তা বলাই বাহুল্য।