![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rani Mukherji and Kapil Sharma: বক্সঅফিসে প্রথম সপ্তাহান্ত, সাফল্যের নিরিখে রানি আর কপিলের মধ্যে কে এগিয়ে?
Box Office Collection: ট্রেন্ড অ্যানালিটিস্ট তরণ আদর্শ যে হিসেব দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, কপিলের ছবি থেকে সামান্য হলেও এগিয়ে রানির ছবি। মুক্তির দিন, অর্থাৎ শুক্রবার 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'
![Rani Mukherji and Kapil Sharma: বক্সঅফিসে প্রথম সপ্তাহান্ত, সাফল্যের নিরিখে রানি আর কপিলের মধ্যে কে এগিয়ে? Rani Mukherji Starrer Mrs Chatterjee Vs Norway Witnesses Steady Growth, Zwigato Underwhelming At Box Office Rani Mukherji and Kapil Sharma: বক্সঅফিসে প্রথম সপ্তাহান্ত, সাফল্যের নিরিখে রানি আর কপিলের মধ্যে কে এগিয়ে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/98b0afedd2c03d115ed23c013573b002167933003646249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মুখোমুখি লড়াই দুই ছবির। রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji)-র 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs. Chatterjee Vs. Norway) ও কপিল শর্মার 'জ্যুইগাটো' (Zwigato)। একইদিনে মুক্তি পেয়েছে এই দুই বলিউড ছবি। দুটি ছবি একেবারে দুই ধরনের। প্রথম সপ্তাহান্তে কেমন ব্যবসা করল এই দুই ছবি?
ট্রেন্ড অ্যানালিটিস্ট তরণ আদর্শ যে হিসেব দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, কপিলের ছবি থেকে সামান্য হলেও এগিয়ে রানির ছবি। মুক্তির দিন, অর্থাৎ শুক্রবার 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ব্যবসা করেছিল ১.২৭ কোটি টাকার। এরপরে শনিবার এই ছবির ব্যবসা হয়েছে ২.২৬ কোটি। রবিবার এই ছবি ব্যবসা করেছে ২.৮৯ কোটির। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ছবির ব্যবসা ৬.৪২ কোটি।
View this post on Instagram
অন্যদিকে কপিল শর্মার 'জ্যুইগাটো'- র মুক্তির দিন অর্থাৎ শুক্রবারের ব্যবসার অঙ্ক ছিল ৪৩ লাখের। এরপরে শনিবার এই ছবি ব্যবসা করেছে ৬২ লাখ। রবিবার এই ছবির ব্যবসার অঙ্ক ৭৯ লাখ। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ছবি ব্যবসা করতে পেরেছে ১.৮৪ কোটি।
View this post on Instagram
আরও পড়ুন: Lanning SRK pose Viral: দু'বাহু ছড়িয়ে 'কিং খান' পোজ, ভাইরাল 'দিল্লি ক্যাপিটালস' অধিনায়ক মেগ ল্যানিং
অন্যদিকে, 'জ্যুইগাটো'- র মুম্বইয়ে হয়ে যাওয়া স্পেশাল স্ক্রিনিংয়ের একটি ভিডিও পোস্ট করেন কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা। ক্যাপশনে লেখেন, 'যে মানুষগুলো প্রত্যেকদিন বাড়ি বাড়ি আনন্দ পৌঁছে দিচ্ছে তাঁদের জন্য বিশেষ স্ক্রিনিং।' সম্প্রতি পিভিআর ও আইনক্সের পক্ষ থেকে মুম্বই ও দিল্লিতে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ডেলিভারি বয়দের জন্য।
নন্দিতা দাস পরিচালিত 'জ্যুইগাটো'তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কপিল শর্মা, সাহানা গোস্বামী। সঙ্গে ছিলেন তুষার আচার্য, সায়নী গুপ্তা ও আরও অনেকে। ছবির গল্প তৈরি হয়েছে মানসকে কেন্দ্র করে। করোনা অতিমারীর কারণে যাঁর চাকরি চলে যায়, এবং বাধ্য হয়ে সে খাবার ডেলিভারির কাজ শুরু করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)