Ranveer Singh: ১৯ বছরের নায়িকার বিপরীতে 'রোম্যান্টিক' জুটি বাঁধবেন রণবীর সিংহ? তীব্র কটাক্ষের শিকার 'সিম্বা'!
Bollywood Update: আদিত্য ধরের ছবিতে, একগুচ্ছ নামী তারকার সঙ্গে অভিনয় করার সুযোগ সারার জন্য 'ব্রেক' হতে পারে, কিন্তু এই কাস্টিংয়ের গুঞ্জন তৈরি করে বিতর্ক। কেন? নিশানায় রণবীরই বা কেন?
নয়াদিল্লি: জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় আদিত্য ধরের (Aditya Dhar) পরিচালনায় পরবর্তী ছবির ঘোষণা করেন রণবীর সিংহ (Ranveer Singh)। ২০১৯ সালের 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক' (URI: The Surgical Strike) ও এই বছরের 'আর্টিকল ৩৭০' (Article 370) ছবির বিপুল সাফল্যের পর আদিত্য ধর এবার একাধিক তারকা সম্বলিত একটি ছবি তৈরি করতে চলেছেন। রণবীরের সঙ্গে সেখানে নাম ঘোষণা হয় সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না, অর্জুন রামপালের। এবার সেই ছবি নিয়েই কটাক্ষের শিকার রণবীর সিংহ। কেন?
বড়পর্দায় ১৯ বছর বয়সীর সঙ্গে জুটি বাঁধবেন রণবীর সিংহ?
ছবিতে মুখ্য নারী চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে নিশ্চিত কোনও ঘোষণা হয়নি। তবে জোর গুঞ্জন, ছবিতে নাকি দেখা যাবে সারা অর্জুনকে। ১৯ বছর বয়সী এই অভিনেত্রীকে নাকি দেখা যাবে রণবীর সিংহের বিপরীতে। আর এই তথ্য শোনা যেতেই বিপুল সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'পোনিয়িন সেলভান' ছবিতে। ঐশ্বর্যা রাই বচ্চনের নন্দিনীর ছোটবেলার চরিত্রে দেখা যায় তাঁকে।
আদিত্য ধরের ছবিতে, একগুচ্ছ নামী তারকার সঙ্গে অভিনয় করার সুযোগ সারার জন্য 'ব্রেক' হতে পারে, কিন্তু এই কাস্টিংয়ের গুঞ্জন তৈরি করে বিতর্ক। কেন? কারণ সারা অর্জুনের বয়স মাত্র ১৯। যদিও সিনে দুনিয়ায় নায়ক ও নায়িকার মধ্যে বয়সের ব্যবধান কোনও নতুন ঘটনা নয়, কিন্তু ৩৯ বছরের রণবীরের বিপরীতে ১৯ বছরের সারার জুটি খুব একটা ভালভাবে গ্রহণ করছেন না দর্শক। বলাই বাহুল্য বেশ নেতিবাচক প্রতিক্রিয়াতেই ভরেছে সোশ্যাল মিডিয়ায়।
একাধিক নেটিজেন এই বহু প্রচলিত ট্রেন্ডের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন। তাঁদের দাবি, ইন্ডাস্ট্রির এই পুরনো চল, বেশি বয়সী পুরুষের বিপরীতে কম বয়সী নারীর কাস্টিং, খুবই 'আপত্তিজনক'। একজন কমেন্টে লেখেন, 'আমি বুঝতে পারি না ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ৫০ বছর বয়সী অভিনেতাদের কিশোরী অভিনেত্রীদের স্পর্শ করার প্রতি এই মোহ কেন।' অনেকে সরাসরি এই ছবিকে বাতিলের খাতায় ঠেলে দিয়েছেন। একজন লেখেন, 'না। একেবারেই দেখব না। কোথাও একটা সীমারেখা টানা উচিত। রোম্যান্টিক গল্পে সঠিক বয়সী অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করা উচিত তাঁদের।' কেউ কেউ রীতিমতো ঘৃণা প্রকাশ করে কমেন্ট করলেন।
আরও পড়ুন: 'Padatik': সৃজিতের সিনেমা দেখে 'কান্না চাপতে' হল কবীর সুমনকে! 'আপ্লুত' পরিচালক লিখলেন...
এই প্রসঙ্গে উঠে এসেছে জুনিয়র এনটিআরের বিপরীতে জাহ্নবী কপূরের জুটি বাঁধার প্রসঙ্গও। অনেকেই সেই কাস্টিংয়েরও নিন্দা করেছেন। একজন লেখেন, 'এগুলো বন্ধ করা উচিত। ২০ বছর আগেও এটা ঠিক ছিল না এবং এখনও এটা সঠিক নয়।' অন্যদিকে কাজের ক্ষেত্রে, রণবীর সিংহ আপাতত নিজেকে তৈরি করছেন রোহিত শেট্টি 'সিঙ্ঘম এগেন' ছবির জন্য। 'সিম্বা'র চরিত্রেই ফিরছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।