83 Update: মুক্তির আগেই বড় ঘোষণা, দিল্লিতে কর মুক্ত '৮৩'
83 Update: বিভিন্ন মুখ্য চরিত্রে থাকবেন অ্যামি ভির্ক, তাহির রাজ ভাসিন, জিভা সাকিব সালিম, চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, হার্ডি সান্ধু, নিশান্ত দাহিয়া, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবি।
নয়াদিল্লি: আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের (Ranveer Singh) ছবি '৮৩' (83)। ছবি মুক্তির আগেই দিল্লিতে কর মুক্ত (Tax Free) করা হল এই ছবি। এই ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বেই জয়ী হয় ভারতীয় ক্রিকেট দল। সেই সময়ের ঘটনাই তুলে ধরা হবে ছবিতে।
১৫ ডিসেম্বর জেডায় 'রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়। সেখানে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানান সকলে কবীর খান পরিচালিত এই ছবি দেখার পর। একই সপ্তাহে ছবির ট্রেলার দেখানো হয় পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং 'বুর্জ খলিফা'-এ।
রণবীর সিংহের সঙ্গে এই ছবিতে কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। মুম্বইয়ে সম্প্রতি হয়ে গেল এই ছবির প্রোমোশন। সেখানে আক্ষরিক অর্থেই বসে চাঁদের হাট। হাজির হন রিল ও রিয়েল লাইফের তারকারা। ছিলেন সেই বিশ্বকাপের ভারতীয় দলের ২ প্রধান সদস্য সৈয়দ কিরমানি ও সন্দীপ পাটিল। অনেক দিন পর দেখা। দীর্ঘক্ষণ প্রাণখুলে আড্ডা মারতে দেখা যায় তাঁদের।
আরও পড়ুন: 3 Years of Zero: 'সিনেমা নয়, অনুভূতি', সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আবেগপ্রবণ পরিচালক আনন্দ এল রাই
ছবির বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যামি ভির্ক, তাহির রাজ ভাসিন, জিভা সাকিব সালিম, চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, হার্ডি সান্ধু, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর, আদিনাথ কোঠারে, যতীন শর্মা, ধৈর্য করওয়া, আর. বদ্রী ও পঙ্কজ ত্রিপাঠী। ছবির অন্যতম প্রযোজক হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেই। এছাড়া কবীর খান, বিষ্ণু বর্ধন ইন্দুরী, সাজিদ নাদিয়াদওয়ালা, শীতল বিনোদ তলওয়ার, রিলায়েন্স এন্টারটেনমেন্ট অ্যান্ড ৮৩ ফিল্ম লিমিটেড প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির। '৮৩' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।