Rashmika Mandanna Birthday: সহ-অভিনেত্রী রশ্মিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ মলহোত্র
Rashmika Mandanna Birthday: খুব শীঘ্রই রশ্মিকা মন্দানা বলিউডে পা রাখতে চলেছেন। সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে 'মিশন মজ্নু' ছবিতে কাজ করেছেন তিনি।
মুম্বই: ৫ এপ্রিল। 'ন্যাশনাল ক্রাশ' (National Crush) রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) জন্মদিন। গোটা দেশ থেকে তাঁর ভক্তরা, ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্যরাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ইনস্টাগ্রামে রশ্মিকাকে শুভেচ্ছা জানালেন তাঁর 'মিশন মঞ্নু' (Mission Majnu) সহ-অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)।
রশ্মিকাকে সিদ্ধার্থের শুভেচ্ছা
এদিন ইনস্টাগ্রামে রশ্মিকার সঙ্গে একটি ছবি স্টোরিতে পোস্ট করেন সিদ্ধার্থ। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন রশ্মিকা। কামনা করি এই বছরে তোমার সব মিশন সফল হোক। আলিঙ্গন ও ভালবাসা।'
সিদ্ধার্থের শুভেচ্ছার উত্তরে রশ্মিকা লেখেন, 'ধন্যবাদ সিডজ্'।
বলিউডে রশ্মিকার অভিষেক
খুব শীঘ্রই রশ্মিকা মন্দানা বলিউডে (Bollywood) পা রাখতে চলেছেন। সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে 'মিশন মজ্নু' ছবিতে কাজ করেছেন তিনি।
শান্তনু বাগচীর (Shantanu Bagchi) পরিচালনায় এই থ্রিলার ঘরানার ছবি ১৯৭০ সালের প্রেক্ষাপটে তৈরি। ছবিতে সিদ্ধার্থ 'র' এজেন্টের (RAW Agent) চরিত্রে দেখতে পাওয়া যাবে। এই বছরের ১০ জুন ছবি মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন: Rashmika Mandanna Birthday: ২০১৬ সালে অভিনয়ে পা, জন্মদিনে রশ্মিকা মন্দানার রুপোলি পর্দার যাত্রা
এছাড়া অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) -এর সঙ্গে রশ্মিকা মন্দানাকে দেখা যাবে 'গুডবাই' ('Goodbye' ) ছবিতে। এছাড়াও রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে 'অ্য়ানিম্যাল' (Animal) ছবিতে দেখা যাবে তাঁকে।
রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) বললেই বোধহয় এখন মনে পড়ে 'শ্রীভল্লি' (Srivalli) বা 'সামি সামি' (Sami Sami)। সদ্য সুপারহিট দক্ষিণী ছবি 'পুষ্পা'-র (Pushpa) নায়িকার আজ জন্মদিন। খুব অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছেন দক্ষিণী ছবিতে, এমনকি পা জমিয়েছেন বলিউডেও।
২০১২ সালে প্রথম মডেলিং শুরু করেন রশ্মিকা। এরপর বিজ্ঞাপনী সংস্থার হয়ে শ্যুটিংও করেছিলেন তিনি। তাঁর প্রিয় অভিনেতা অভিনেত্রীরা হলেন এম্মা ওয়াটসন, শাহরুখ খান, রণবীর সিংহ, রজনীকান্ত (Emma Watson, Rajnikanth, Ranveer Singh and Shahrukh khan)।