Rashmika Mandanna Birthday: ২০১৬ সালে অভিনয়ে পা, জন্মদিনে রশ্মিকা মন্দানার রুপোলি পর্দার যাত্রা
খুব অল্প সময়েই খ্য়াতির কার্যত শিখরে পৌঁছে গিয়েছেন রশ্মিকা। তাঁর নতুন ছবি 'পুষ্পা'-ই আপাতত তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। তবে এর আগেও একাধিক ছবিতে কাজ করে সুনাম অর্জন করেছেন রশ্মিকা
মুম্বই: রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) বললেই বোধহয় এখন মনে পড়ে 'শ্রীভল্লি' বা 'সামি সামি'। সদ্য সুপারহিট দক্ষিণী ছবি 'পুষ্পা'-র (Pushpa) নায়িকার আজ জন্মদিন। খুব অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছেন দক্ষিণী ছবিতে, এমনকি পা জমিয়েছেন বলিউডেও। জন্মদিনে দেখে নিন এই নায়িকার রুপোলি পর্দার সফর।
খুব অল্প সময়েই খ্য়াতির কার্যত শিখরে পৌঁছে গিয়েছেন রশ্মিকা। তাঁর নতুন ছবি 'পুষ্পা'-ই আপাতত তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। তবে এর আগেও একাধিক ছবিতে কাজ করে সুনাম অর্জন করেছেন রশ্মিকা। ২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন রশ্মিকা। তামিল ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি। 'কিরিক পার্টি' ছবি দিয়ে অভিনয় জগতে প্রবেশ তাঁর। এছাড়াও 'অঞ্জানী পুত্র', 'ছমক', 'ইজমন' ('Anjani Putra', 'Chamak', 'Yajamana')-এর মতো একাধিক দক্ষিণী হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: Kangana Ranaut : 'লতা মঙ্গেশকরকে সম্মান দিতে ব্য়র্থ অস্কার ও গ্র্যামি', বিস্ফোরক কঙ্গনা
তেলুগু ছবি 'ছলো' (Chalo) দিয়ে তেলুগু ছবিতে পা রেখেছিলেন তিনি। 'গীত গোবিন্দম, দেবদাস, ডিয়ার কমরেড, ভীষ্ম' ( 'Geetha Govindam', 'Devadas', 'Dear Comrade', 'Sarileru Neekevvaru' and 'Bheeshma') -র মতো হিট ছবিরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রশ্মিকা।
দক্ষিণ ছাড়িয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আগামী ছবি 'মিশন মজনু' ('Mission Majnu')-তে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)-র বিপরীতে দেখা যাবে তাঁকে। 'অমিতাভ বচ্চন' (Amitabh Bacchan) -এর সঙ্গে রশ্মিকা মন্দানাকে দেখা যাবে 'গুডবাই' ('Goodbye' ) ছবিতে। এছাড়াও রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে 'অ্য়ানিম্যাল' (Animal) ছবিতে দেখা যাবে তাঁকে।
২০১২ সালে প্রথম মডেলিং শুরু করেন রশ্মিকা। এরপর বিজ্ঞাপনী সংস্থার হয়ে শ্যুটিংও করেছিলেন তিনি। তাঁর প্রিয় অভিনেতা অভিনেত্রীরা হলেন এম্মা ওয়াটসন, শাহরুখ খান, রণবীর সিংহ, রজনীকান্ত (Emma Watson, Rajnikanth, Ranveer Singh and Shahrukh khan)।
রশ্মিকার জন্ম কোডাগুতে ( Kodagu)। তাঁর বড় হয়ে ওঠা কুর্গে (Coorg)। পরিবারের মধ্যে সবচেয়ে বড় সন্তান তিনি।