Ravi Mohan: বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি, মাসে ৪০ লক্ষ খোরপোশ চান এই তারকা অভিনেতার স্ত্রী
Aarti Mohan: ২১ মার্চ চেন্নাই ফ্যামিলি কোর্টে হাজিরা দেন রবি এবং আরতি। সেখানে পৃথক আবেদন জমা দেন দু’জনই।

চেন্নাই: ব্যক্তিগত জীবনে টানাপোড়েন থাকেই। কিন্তু তা নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি? দক্ষিণের তারকা রবি মোহন এবং তাঁর স্ত্রী আরতি রবি সেই পথেই হাঁটছেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে অত্যাচার, হেনস্থার অভিযোগ এবং পাল্টা অভিযোগ, কিছুই বাদ যায়নি। তাঁদের বিবাহবিচ্ছেদও এখন খবরের শিরোনামে। খোরপোশ বাবদ আরতি মোটা টাকা দাবি করছেন এবার জানা গেল। (Ravi Mohan)
২১ মার্চ চেন্নাই ফ্যামিলি কোর্টে হাজিরা দেন রবি এবং আরতি। সেখানে পৃথক আবেদন জমা দেন দু’জনই। আদালতে রবি জানান, বিবাহবিচ্ছেদে পূর্ণ সম্মতি রয়েছে তাঁর। কিন্তু আরতি একত্রবাসের যে দাবি জানাচ্ছেন, তা মানতে পারবেন না তিনি। অন্য দিকে, খোরপোশ চেয়ে যে আবেদন জানান আরতি, তাতে খরচ-খরচা বাবদ প্রতি মাসে ৪০ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। আদালত দু’জনকে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিতে বলেছে। ১২ জুন পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে। (Aarti Mohan)
দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা রবি। Ponniyin Selvan, Jayam, Iraivan, Kadhalikka Neramillai-এর মতো ছবি সর্বভারতীয় স্তরেও জনপ্রিয় করে তুলেছে তাঁকে। অতি সম্প্রতিই তাঁর ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে উঠে আসে। স্ত্রী-সন্তানকে ছেড়ে বেরিয়ে গিয়েছেন রবি, প্রেমিকার সঙ্গে একছাদের নীচে বাস করছেন বলে জানা যায়। এর পর ঘটনাক্রম অন্য দিকে মোড় নেয়। প্রকাশ্যে পরস্পরকে আক্রমণ করতে শুরু করেন রবি ও আরতি।
সম্প্রতি বিবৃতি দিয়ে আরতি বলেন, ‘সত্যিটা সকলের জানা উচিত। টাকা, ক্ষমতা, কারও হস্তক্ষেপ পা নিয়ন্ত্রণের জন্য বিয়ে ভাঙে না। তৃতীয় ব্যক্তির প্রবেশেই বিয়ে ভাঙে। নিজেদের মধ্যে সমস্যার জন্য আমাদের বিয়ে ভাঙেনি, তৃতীয়জনের জন্য বিয়ে ভেঙেছে। তোমার ‘জীবনের আলো’ আমাদের জীবনে অন্ধকার ডেকে এনেছেন। এটাই সত্য। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের হওয়ার আগে থেকেই উনি আমাদের জীবনে এসে গিয়েছিলেন। সন্দেহের অবকাশ নেই। কারণ আমার কাছে প্রমাণ রয়েছে’।
গত বছর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন রবি। সেই সময় আরতি জানান, তাঁর অনুমতি না নিয়েই সিদ্ধান্ত জানিয়ছেন রবি। এর পরই Kenishaa Francis-এর সঙ্গে রবির বিবাহবহির্ভূত সম্পর্কের কথা সামনে আসে। Kenishaa-কে নিজের ‘জীবনের আলো’ বলে সম্প্রতি উল্লেখ করেন রবি, সেই কথা টেনেই খোঁচা দিয়েছেন আরতি। Kenishaa-র সঙ্গে সম্প্রতি একটি অনুষ্ঠানেও দেখা যায় রবিকে, তাতে আগুনে প্রায় ঘি পড়ে। যদিও রবি দাবি করেছেন, আরতির সঙ্গে তাঁর সমস্যা হচ্ছিল আগে থেকেই। পরে তাঁর জীবনে প্রবেশ করেন Kenishaa. Kenishaa-ই কঠিন সময়ে তাঁকে সামলান।
শুধু তাই নয়, আরতির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগও তুলেছেন রবি। তাঁর দাবি, আরতি একরকম ভাবে তাঁকে নিয়ন্ত্রণ করতেন। নিজের টাকা-পয়সা, সম্পত্তি কিছুর উপরই অধিকার ছিল না তাঁর। আরতি কার্যত ঘরজামাই হয়ে থাকতে বাধ্য করছিলেন তাঁকে। নিজের মা-বাবার সঙ্গে দেখা করা, তাঁদের সাহায্য করার অনুমতি পর্যন্ত ছিল না তাঁর। রবির দাবি, দাম্পত্যের নামে এত বছর ধরে মানসিক ও অর্থনৈতিক অত্যাচার সহ্য করেছেন তিনি। সেখান থেকে বেরিয়ে আসতে তাঁকে সাহায্য় করেন Kenishaa. Kenishaa তাঁকে নতুন জীবন দিয়েছেন। তিনি আরতিকে ছেড়ে চলে এসেছেন, নিজের সন্তানদের নয় বলেও দাবি করেন রবি। আরতি তাঁকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ করে রেখেছিলেন বলেও দাবি করেন। যদিও আরতির দাবি, স্বামী ভুল করলে ধরিয়ে দেওয়া স্ত্রীরই দায়িত্ব। সেটাকেই নিয়ন্ত্রণ বলে চালাচ্ছেন রবি।






















