এক্সপ্লোর
Advertisement
রাজনীতিক হিসেবে দেওয়া কথা রাখতে না পারার জন্য এখনও খেদ আছে, জানালেন বিগ বি
নয়াদিল্লি: রাজনীতিতে নাম লেখানোর সময় আর পাঁচজন রাজনীতিকের মত প্রতিশ্রুতির বন্যা ছুটিয়েছিলেন। রাজনীতিকদের নিয়ম মেনেই তা রাখতে পারেননি। কিন্তু সেই কথা দিয়ে কথা না রাখতে পারা আজও দুঃখ দেয় অমিতাভ বচ্চনকে। ১৯৮৪-তে দীর্ঘদিনের বন্ধু রাজীব গাঁধীর সমর্থনে এলাহাবাদ থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান অমিতাভ। বিশাল ব্যবধানে জেতেনও। তবে মাত্র ৩ বছর পরে ইস্তফা দেওয়ায় তাঁর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। ভোটপ্রচারের সময় রাজনীতির নিয়ম মেনেই অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দিন বদলেছে। গঙ্গা দিয়ে বয়ে গেছে নানা সময়ের জল। ভোটাররা তাঁর দেওয়া প্রতিশ্রুতি কবেই ভুলে গিয়েছেন। কিন্তু ভোলেননি বিগ বি।
৭৩ বছরের অভিনেতা জানিয়েছেন, ভোট চাওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতি রাখতে না পারার দুঃখ এখনও তাঁর মধ্যে রক্তক্ষরণ ঘটায়। যদি প্রশ্ন করা হয়, জীবনে কী নিয়ে খেদ আছে, তাহলে তা এটাই। অমিতাভ বলেছেন, সামাজিকভাবে যতটুকু করা সম্ভব, তা করার চেষ্টা করেন তিনি। কিন্তু তিনি জানেন, এলাহাবাদের মানুষ তাঁকে এ জন্য এখনও ক্ষমা করেননি।
মাত্র ৩ বছরের মধ্যেই কেন রাজনীতি নিয়ে মোহভঙ্গ ঘটল তাঁর? অমিতাভের কথায়, আবেগের মাথায় রাজনীতির ময়দানে পা রাখার সিদ্ধান্ত নেন তিনি। পরে বোঝেন, রাজনীতিতে আবেগের কোনও জায়গা নেই। তাই নিজের অক্ষমতা বুঝে সেখান থেকে সরে যান।
তাঁর এই সিদ্ধান্ত কি গাঁধী পরিবারের কাছ থেকে তাঁকে দূরে সরিয়ে দিয়েছে? অমিতাভ মনে করেন, রাজীব গাঁধীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অক্ষয় ছিল, তা হারাতে হয়নি তাঁকে। তবে বন্ধুত্ব যেহেতু ব্যাখ্যার অতীত, তাই এ নিয়ে আর কথা বলেন না তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement