Sonam Kapoor: সোনম কপূরের সদ্যোজাত সন্তানের ডাকনাম রাখলেন বোন রিয়া
Rhea Kapoor: সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন অনিল কপূরের ছোট মেয়ে রিয়া কপূর।
![Sonam Kapoor: সোনম কপূরের সদ্যোজাত সন্তানের ডাকনাম রাখলেন বোন রিয়া Rhea Kapoor has a pet name for Sonam Kapoor and Anand Ahuja’s baby, know in details Sonam Kapoor: সোনম কপূরের সদ্যোজাত সন্তানের ডাকনাম রাখলেন বোন রিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/27/8c3dde7c33cea6624e3ffc21f9c807e81661613255018214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্যই মা হয়েছেন সোনম কপূর (Sonam Kapoor)। তাঁর কোল আলো করে এসেছে সন্তান। হাসপাতাল থেকে সদ্যোজাত পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। কপূর পরিবারে এখন খুশির জোয়ার বইছে। ছোট্ট অতিথিকে বাড়িতে নিয়ে আসার সময় যে বিশেষ আয়োজন করা হয়, তা নেট দুনিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে দেখান সোনম কপূরের বোন রিয়া। এবার তিনিই মিষ্টি একটি ডাকনাম রেখেছেন একরত্তির। সোনমের সন্তানকে কোন ডাকনামে ডাকছেন রিয়া (Rhea Kapoor)?
সোনম কপূরের একরত্তি সন্তানের ডাকনাম কী রাখলেন রিয়া কপূর?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন অনিল কপূরের ছোট মেয়ে রিয়া কপূর। সেখানে দেখা যাচ্ছে, সোনম কপূর এবং তাঁর সদ্যোজাত সন্তানকে বাড়িতে নিয়ে আসার কী বিশেষ তোড়জোড় চলছে। নীল এবং হলুদ রঙের বেলুনে সেজে উঠেছে গোটা কপূর ম্যানসন। একটা বড় ব্যানারও নজরে পড়ে। যাতে লেখা রয়েছে 'ওয়েলকাম হোম বেবি কপূর আহুজা'। সেই ভিডিও পোস্ট করে রিয়া কপূর লিখেছেন, 'বাড়িতে স্বাগত আমাদের সিম্বা'।
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের জন্ম দেওয়াকে স্বার্থপর সিদ্ধান্ত বলেন সোনম কপূর। সোনম কপূর বলেন, 'অগ্রাধিকার বদলে যায়। আমার মনে হয় সন্তান শুধুমাত্র আমারই থাকবে। আসলে সত্যিটা হচ্ছে, ওরা মানে সন্তানরা তো নিজেরা বেছে নিয়ে এই পৃথিবীতে আসে না। আমরাই ওদের এই পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। তাই এই সিদ্ধান্ত সত্যিই বড় স্বার্থপর।'
আরও পড়ুন - Anupam Kher: কর্ণ জোহর-আদিত্য চোপড়াদের সম্পর্কে এ কী বললেন অনুপম খের!
চলতি বছরের মার্চ মাসে ঘোষণা করেন অভিনেত্রী। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি। ছবিতে স্পষ্ট ছিল তাঁর 'বেবি বাম্প'। এরপর একাধিক ফটোশ্যুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের। তারপর ২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য। এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কপূর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, '২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যাঁরা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাঁদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।' তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কপূর। প্রসঙ্গত, দিন কয়েক আগে কর্ণ জোহরের জনপ্রিয় টকশো 'কফি উইথ কর্ণ সিজন ৭'-এ এসেছিলেন সোনম কপূর। সঙ্গী ছিলেন তাঁর ভাই ও অভিনেতা অর্জুন কপূর। সেখানেও তাঁর 'প্রেগন্যান্সি গ্লো' চোখে পড়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)