Ritabhari Chakraborty Birthday: ঋতাভরীর জন্মদিন উদযাপনের ছবি দেখে প্রশংসার বন্যা নেট দুনিয়ায়
Ritabhari Birthday Celebration: আজ জন্মদিন তিনি কীভাবে কাটাচ্ছেন, সেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ঋতাভরীর জন্মদিন উদযাপনের ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।
কলকাতা: আজ জন্মদিন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর অভিনয় করেছেন একাধিক ছবিতে। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেন ঋতাভরী। তাই তাঁর জনপ্রিয়তা দেশজুড়ে। পর্দা থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায় প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মাদের সঙ্গে। আজ জন্মদিন (Ritabhari Chakraborty Birthday) তিনি কীভাবে কাটাচ্ছেন, সেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ঋতাভরীর জন্মদিন উদযাপনের ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।
ঋতাভরীর জন্মদিন উদযাপন-
এদিন ঋতাভরী চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রত্যেকটি ছবিই তাঁর জন্মদিন উদযাপনের। কোনও ছবিতে দেখা যাচ্ছে এক ঝাঁক কচি-কাঁচাদের সঙ্গে কেক কাটছেন তিনি। আবার কোনও ছবিতে তাদের সঙ্গে ক্যামেরায় পোজ দিচ্ছেন। ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'আমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ আমার বাচ্চারা। ওদের নিঃশব্দ হাততালি, জড়িয়ে ধরা আর অনেক অনেক ভালোবাসা আমার হৃদয় পরিপূর্ণ করে দিয়েছে। সবসময়ই আমি ওদের ভালোবাসায় পরিপূর্ণ থাকি। স্কুলে বাচ্চাদের সঙ্গে জন্মদিন উদযাপনে অনেক মজা হল। আমাদের প্রিয় খাবার বিরিয়ানি আর চকোলেটও ছিল সেখানে। আমরা ম্যাজিক শো উপভোগ করলাম। আর একসঙ্গে অনেক অনেক খেললাম। যতদিন বাঁচব, এভাবেই যেন এদের দেখভাল করতে পারি, ওদের যত্ন নিতে পারি আর ওদের ভালো রাখতে পারি, সেই আশীর্বাদ চাই আপনাদের কাছে।'
আরও পড়ুন - Shah Rukh Khan: অসংখ্য অনুরাগীর মন ভাঙলেন শাহরুখ খান
প্রসঙ্গত, ঋতাভরী চক্রবর্তী একজন অভিনেত্রী ছাড়াও, তাঁর অন্য পরিচয়ও রয়েছে। তিনি সমাজের জন্য অনেক কিছু করেন। তাঁর নিজের একটি স্কুল রয়েছে। যেখানে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা থাকে। তাদের পড়াশোনা থেকে যাবতীয় সমস্ত কিছুর দায়িত্ব বহন করেন অভিনেত্রী। তাই জন্মদিন উদযাপনে সেই সমস্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের সঙ্গে যখন তিনি ছবি পোস্ট করলেন, আশীর্বাদ, ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দিলেন নেট নাগরিকরা। ঋতাভরী চক্রবর্তীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।