Ritabhari-Swastika: ঋতাভরী থেকে স্বস্তিকার নতুন গল্প, এবার প্রত্যেক সপ্তাহে ওটিটির পর্দায় আসবে ধারাবাহিক!
Ritabhari Chakraborty-Swastika Mukherjee: কী এই হইচই টিভি প্লাস? জানা যাচ্ছে, নতুন এই সেগমেন্ট দেখা যাবে হইচই অ্যাপেই। ধারাবাহিকের মতো প্রতিদিন না হলেও, প্রত্যেক সপ্তাহে শো -এর নতুন এপিসোড হাজির হবে।

কলকাতা: জমজমাট শুক্রবারের সন্ধে। শুক্রবার সাধারণত বড়পর্দায় ছবি মুক্তি পাওয়ার দিন। তবে এই দিনটাকেই 'হইচই' (hoichoi) ও এসভিএফ (SVF) বেছে নিয়েছিল একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ, টিভি শো ও সিনেমা ঘোষণা করার জন্য। 'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে ঘোষণা করা হল একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ ও সিনেমার। সেই সঙ্গে একটি নতুন ধরণের শো নিয়ে আসছে 'হইচই'। অনেক মানুষ এখনও ধারাবাহিক দেখতে পছন্দ করেন। দর্শকদের সেই পছন্দকে মাথায় রেখে আসছে হইচই টিভি প্লাস।
কী এই হইচই টিভি প্লাস? জানা যাচ্ছে, নতুন এই সেগমেন্ট দেখা যাবে হইচই অ্যাপেই। ধারাবাহিকের মতো প্রতিদিন না হলেও, প্রত্যেক সপ্তাহে শো -এর নতুন এপিসোড হাজির হবে। এতে দর্শকদের ধারাবাহিকতাও বজায় থাকবে। এছাড়াও থাকবে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্পের মোড় পাওয়ার আকর্ষণ। এখনও পর্যন্ত ৩টি শো ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) -র নতুন ধারাবাহিক 'শাখা প্রশাখা'। এছাড়াও রয়েছে স্বস্তিকা দত্তের (Swastika Dutta)-র 'আতঙ্ক'। সমস্ত বয়সের দর্শকদের কথা মাথায় রেখে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক শ্রীরামকৃষ্ণ।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বস্তিকা দত্ত। জামদানি কাজের গাউন পরেছিলেন তিনি। তবে পায়ে চোট লাগার জন্য আসতে পারেননি ঋতাভরী। তৃতীয় যে ধারাবাহিকটির পোস্টার প্রকাশ পেয়েছে, সেখানে মূল ছবিতে দেখা যাচ্ছে এক অভিনেতার পিছন দিক থেকে ছবি। ফলে জানা যায়নি, এই চরিত্রে কে অভিনয় করবেন। এর আগে ছোটপর্দায় শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন তাক লাগিয়েছিলেন একাধিক অভিনেতা। তবে সেই সমস্ত অভিনেতার মধ্য়েই কেউ এই চরিত্রে অভিনয় করবেন নাকি আসবে নতুন কেউ, তা দেখার।
অন্যদিকে, এবার বড়পর্দায় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে এবার বড়পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। তিনি এর আগেই একাধিকবার এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভক্তিমূলক চরিত্রেই অভিনয় করতে চান। এবারেও অন্যথা হচ্ছে না তার। বড়পর্দায় পা রাখতে গিয়েও সব্যসাচী বেছে নিয়েছেন ভক্তিমূলক চরিত্রকেই। পর্দায় সাধক বামাক্ষ্যাপা-র চরিত্রে দেখা যেতে চলেছে সব্যসাচীকে।
View this post on Instagram























