Rituparna Sengupta: ছবি শেয়ার করে 'চিরদিনের ভালোবাসা'র সঙ্গে পরিচয় করালেন ঋতুপর্ণা সেনগুপ্ত
বেড়াতে যেতে খুবই ভালোবাসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের ফাঁকে সময় পেলেই তাঁকে টুক করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে দেখা যায়।
কলকাতা: বাংলা ছবির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রুপোলি পর্দায় যেমন তিনি জনপ্রিয়, ততটাই জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও। প্রায়শই নিজের নানা ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। সম্প্রতি তিনি পাহাড়ে বেড়াতে গিয়েছেন। সেখান থেকেই তাঁর 'চিরদিনের ভালোবাসা'-র ছবি পোস্ট করে তার সঙ্গে অনুরাগীদের পরিচয় করালেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। 'প্রাক্তন' তারকার 'চিরদিনের ভালোবাসা' কে জানতে ইচ্ছে করছে তো?
বেড়াতে যেতে খুবই ভালোবাসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের ফাঁকে সময় পেলেই তাঁকে টুক করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে দেখা যায়। তেমনই তিনি বেড়াতে গিয়েছেন পাহাড়ে। আর সেখান থেকেই পাহাড়ের ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সঙ্গে লিখেছেন, 'ফরএভার লাভ' বা চিরদিনের ভালোবাসা। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, পাহাড়কে তিনি কতটা ভালোবাসেন।
প্রসঙ্গত, পুজোয় মুক্তি পেয়েছে তাঁর নতুন গানও। তার সঙ্গে গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী। এতদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবেই চিনেছেন সাধারণ মানুষ। এবার প্রকাশ পেয়েছে তাঁর আরও একটি স্বস্ত্বা। অভিনেত্রীর সঙ্গে গান রেকর্ড করে উচ্ছসিত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীও। তিনি বলেন, 'এতদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবেই চিনেছেন সাধারণ মানুষ। এবার প্রকাশ পেয়েছে তাঁর আরও একটি স্বস্ত্বা। ঋতুপর্ণা ভীষণ সুন্দরভাবে গানটি গেয়েছেন। আশা করি তাঁর ভক্তদেরও গানটি ভীষণ ভালো লাগবে।' অন্যদিকে প্রথমবার প্লে ব্যাক করে উচ্ছসিত ঋতুপর্ণা সেনগুপ্তও। সংবাদমাধ্যমকে তিনি বলছেন, 'গান গাইতে আমার ভালো লাগে। ছোট থেকেই গান গাওয়ার ইচ্ছা ছিল। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে গানও গেয়েছি। এর আগে অনেক ছবিতে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। কিন্তু বাপ্পিদার সঙ্গে গান গাওয়াি অভিজ্ঞতা এই প্রথম। যখন বাপ্পি দা প্রথম ফ্লোরে এল, বুঝেছিলাম আমি আমার গায়িকা সত্ত্বাকে দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাব।'