Rukmini-Chiranjeet: 'পিকু'-র মতোই বাবা-মেয়ের সম্পর্কের গল্প, তবে তার চেয়ে আরও বেশি চমক নিয়ে আসবেন রুক্মিণী-চিরঞ্জিৎ
Rukmini Maitra Chiranjeet Chakraborty: এই ছবিতে তুলে ধরা হয়েছে, এমন এক বাবা মেয়ের সম্পর্কের কথা, যাঁদের সম্পর্ক অম্লমধুর। বাবা খুব অবাধ্য, আর তাঁকে সামলাতে কার্যত হিমশিম মেয়ে।

কলকাতা: এই ছবির টিজার আপনাকে মনে করিয়ে দিয়ে পারে 'পিকু' (Piku) সিনেমাটার কথা। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মধ্যে বাবা মেয়ের যে অদ্ভুত একটা সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছিল, এই ছবির টিজারেও রয়েছে সেই ছায়াই। এই ছবি ও বলবে এক বাবা মেয়ের গল্প। তবে এই গল্প 'পিকু' ছবির নয়, এই গল্প এক বাঙালি বাবা মেয়ের গল্প। নতুন গল্প নিয়ে আসছেন, পরিচালক অর্ণব মিদ্যা। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আজ মুক্তি পেল, নতুন সিনেমা, 'হাঁটি হাঁটি পা পা'-র টিজার। সেখানে নজর কাড়লেন রুক্মিণী আর চিরঞ্জিৎ ২ জনেই।
এই ছবিতে তুলে ধরা হয়েছে, এমন এক বাবা মেয়ের সম্পর্কের কথা, যাঁদের সম্পর্ক অম্লমধুর। বাবা খুব অবাধ্য, আর তাঁকে সামলাতে কার্যত হিমশিম মেয়ে। মেয়ের বিয়ে হয়নি, তবে জীবনে প্রেম রয়েছে। কিন্তু বাবা আর মেয়ের মধ্যে, যতটা ভাব, ততটাই ঝগড়া। একদিকে যেমন মেয়ে নাজেহাল বাবাকে নিয়ে, তেমনই আবার বাবাকে চোখে হারায় মেয়ে। মা মারা গিয়েছে অনেকদিন, সেই কারণে, বাবাকে আর হারাতে চায় না মেয়ে। সবসময়েই আগলে রাখতে চায় বাবাকে। তবে জীবন তো আর একমুখী নয়। মেয়ের জীবনে আসে বিভিন্ন টানাপোড়েন, বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। কী সেই পরিস্থিতি? বাবা মেয়ের সেই 'টম অ্যান্ড জেরি' সম্পর্কের ভবিষ্যৎ কী? সেই উত্তর দেবে সিনেমা।
এর আগেও একসঙ্গে কাজ করেছেন রুক্মিণী আর চিরঞ্জিৎ। তবে এইভাবে, একে অপরের বিপরীতে, মুখ্যভূমিকায় এই প্রথম দর্শক তাঁদের দেখবেন। এই সিনেমার ছবি শেয়ার করে নিয়েছেন স্বয়ং দেব (Dev) ও। তিনি লিখেছেন, 'এক লক্ষ্মীমন্ত মেয়ে আর তার অবাধ্য বাবার মান-অভিমানের গল্প...'। বাবা মেয়ের মধ্যে, মান অভিমান বড়ই স্বাভাবিক। কিন্তু বাবা মেয়েই যখন হয়ে ওঠেন একে অপরের সম্বল, তখন কেমন সম্পর্ক হয় তাঁদের মধ্যে? সেই গল্পই বলবে অর্ণব মিদ্যার নতুন ছবি। দর্শকেরা এখন মিষ্টি এক সম্পর্কের গল্প দেখার অপেক্ষায়।
View this post on Instagram






















