Sabyasachi Chowdhury: 'বামাক্ষ্যাপা' সব্যসাচীকে নতুনভাবে দেখবেন 'দর্শক', অভিনেতা জুটি বাঁধলেন কার সঙ্গে?
Sabyasachi Chowdhury News: নতুন ভূমিকায় সব্যসাচী, ইচ্ছা করলেই দেখতে পারেন 'দর্শক'

কলকাতা: ছোটপর্দার ভীষণ জনপ্রিয় মুখ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) । তবে কেবল ছোটপর্দায় নয়, ইতিমধ্যেই অনেকে জানেন, বড়পর্দায় পা রাখছেন তিনি । এসভিএফের প্রযোজনায়, সায়ন্তন ঘোষালের পরিচালনায় 'সাধক বামাক্ষ্যাপা'-র চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে । তবে ইতিমধ্যেই আরও একটি নতুন কাজ করে ফেলেছেন সব্যসাচী । সেটি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি । আজ মুক্তি পেয়েছে, সব্যসাচীর নতুন কাজ ।
'দর্শক' বলে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী । তাঁর বিপরীতে অভিনয় করেছেন, পূজা সরকার । পরিচালনা করেছেন, আলোক দে । পূজা এর আগে 'খাকি দ্য বেঙ্গল', 'চেঙ্গিস', 'ফেলুবক্সী' এবং আরও ছবিতে অভিনয় করেছেন । এই ছবিতে কাজ নিয়ে সব্যসাচী বলেছেন, 'ছোট ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে । তারপর যখন চরিত্রটা শুনলাম, চিত্রনাট্য পড়লাম, কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল । পূজার সঙ্গেও অনেক দিন পর আবার জুটি বেঁধে কাজ করছি । টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম । পরিচিত মানুষদের সঙ্গে কাজ করতে বরাবর ভালোই লাগে ।'

"দর্শক" মূলত সম্পর্কের গল্প বলে । কোভিডের পরে পরেই ভেঙে যায় এক নাটকের দল৷ শুরু হয় নাটক অন্ত প্রাণ এক শিল্পীর সংকট । সামাল দেওয়ার জন্য স্ত্রীর চাকরি কি যথেষ্ট নয়? তাদের দাম্পত্যে কি তৈরি হয় দূরত্ব? সব্যসাচী এখানে একজন নাট্যকার এবং অভিনেতার চরিত্রে অভিনয় করছেন । ওঁর স্ত্রীর ভূমিকায় পূজা সরকার । ছবিতে সব্যসাচী নাটক এবং অভিনয়কেই প্রাধান্য দিয়ে এসেছে চিরকাল । স্ত্রী সংসার সামলেছে বরাবর । কিন্তু হঠাতই সব্যসাচীর মনে হয় তারও সংসারের কিছুটা ভার নেওয়া উচিত । সে গোপনে একটা কাজ জোগাড় করে । কিন্তু স্ত্রী এই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানে না । হঠাৎ-ই এই গোপন কাজের কথা জানতে পারে পূজা । শুরু হয় অশান্তি । কী এমন কাজ করে সব্যসাচী? কেনই বা এই দাম্পত্য কলহ? মানস সরকারের গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক । চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সাগর শীল । আবহে দেবজিত রায় ।

আজ, 'রিলায়েন্স এন্টারটেইনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি ।






















