Sabyasachi Mukherjee: আলিয়ার সাজের নেপথ্যে যে বাঙালি ছেলে, সেই সব্যসাচীই খোদ আজ ইতিহাস তৈরি করলেন!
Sabyasachi Mukherjee at Met Gala: সব্যসাচীই হলেন ভারতের প্রথম এমন ডিজাইনার, যিনি মেট গালার কার্পেটে উপস্থিত থাকলেন। ভারত থেকে বহু অভিনেতা-অভিনেত্রী হাজির থাকলেও, কখনও কোনও ভারতীয় ডিজ়াইনার থাকেননি মেট গালায়
কলকাতা: আলিয়া ভট্টের (Alia Bhatt) শাড়ি সাজে মুগ্ধ সবাই। পাশ্চাত্য পোশাক ছেড়ে তিনি মেট গালা (Met Gala)-র মঞ্চে উপস্থিত হওয়ার জন্য যে শাড়ি বেছে নিয়েছিলেন, তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। কিন্তু এই সাজের পিছনে যিনি ছিলেন? তিনি খোদ আজ হাঁটলেন মেট গালার কার্পেটে। আমন্ত্রিত হিসেবে। সেইসঙ্গে, তৈরি করলেন ইতিহাসও। আলিয়ার পোশাক ডিজাইন করেছেন যিনি, সেই সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) আজ হাঁটলেন মেট গালার কার্পেটে। সেই সঙ্গে তৈরি করলেন ইতিহাসও।
কিন্তু কেন? কারণ সব্যসাচীই হলেন ভারতের প্রথম এমন ডিজাইনার, যিনি মেট গালার কার্পেটে উপস্থিত থাকলেন একজন ভারতীয় ডিজ়াইনার হিসেবে। ভারত থেকে বহু অভিনেতা-অভিনেত্রী হাজির থাকলেও, কখনও কোনও ভারতীয় ডিজ়াইনার থাকেননি মেট গালায়। সব্যসাচীই তৈরি করলেন সেই ইতিহাস। একজন ভারতীয় ডিজ়াইনার, বাংলার ছেলে সব্যসাচী ঝলমল করে উঠলেন মেট গালায়।
কলকাতা থেকেই নিজের সফর শুরু করেছিলেন সব্যসাচী। কলকাতাতেই ছিল তাঁর প্রথম দোকান। আর এখন, যে কোনও তারকাদের বিয়ের সাজে সাজিয়ে তুলতেই ডাক পড়ে সব্যসাচীর। তবে এবার তাঁর নিজের পালা। নিজের ডিজ়াইন করা পোশাকেই তিনি এসেছিলেন মেট গালায়। সব্যসাচীর পোশাকের কিছু বিশেষত্ব রয়েছে। সাধারণত একটু প্যাস্টেল শেডের পোশাক তৈরি করাই তাঁর দস্তুর। নিজের মেট গালার পোশাকেও প্যাস্টেল সেডের ছোঁয়া রেখেছিলেন সব্যসাচী। সাদা শার্ট ও বেজ রঙের প্যান্ট পরেছিলেন তিনি। সঙ্গে একটি লম্বা ভারি জরি সুতোর কাজের জ্যাকেট পরেছিলেন তিনি। গলায় সব্যসাচীর মুক্তো ও হীরের আনকাট গয়না। চোখে সানগ্লাস ও পায়ের চামড়ার জুতো। কোমরে বেজ রঙেরই চামড়ার বেল্ট।
যিনি একাধিকবার মেট গালায় কাজ করেছেন, সাজিয়েছেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে.. তিনি খোদ আজ মেট গালায়। সব্যসাচীর লুকের প্রশংসা করেছেন সবাই। ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে সব্যসাচী যে নজির তৈরি করলেন, তা অনস্বীকার্য।
View this post on Instagram
আরও পড়ুন: 'Srikanth' Review: 'শ্রীকান্ত' রাজকুমার রাও মন জয় করবে এই বায়োপিকে, কোথায় খামতি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।