Sai Pallavi: পর্দায় তিনি সীতা, বাস্তব জীবনে বিবাহিত অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সাই পল্লবী?
Sai Pallavi News: নিজের ব্যক্তিগত জীবন সযত্নে আড়ালে রাখেন সাই পল্লবী। তবে কান পাতলেই শোনা যায় গুঞ্জন যে তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন?

কলকাতা: দক্ষিণের এই নায়িকা এখন তাঁর নতুন ছবির জন্য চর্চায় রয়েছেন। সদ্যই মুক্তি পেয়েছে 'রামায়ণ'-এর প্রথম ঝলক। আর সেখানেই সীতার বেশে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। সাই পল্লবী (Sai Pallavi)। নিতীশ তিওয়ারির পৌরাণিক চলচ্চিত্র 'রামায়ণ'-এর জন্য দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। সাই পল্লবীকে সাধারণত মানুষ একেবারে নো মেকআপ লুকে দেখেই অভ্যস্ত। তবে এবার সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে।
নিজের ব্যক্তিগত জীবন সযত্নে আড়ালে রাখেন সাই পল্লবী। তবে কান পাতলেই শোনা যায় গুঞ্জন যে তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন? এক তেলুগু অভিনেতার সঙ্গে নাকি দীর্ঘদিন ধরে ডেট করছেন তিনি। সেই অভিনেতা শুধু বিবাহিত নন, তাঁর দুই সন্তানও রয়েছে। তবে নিজের এই সম্পর্ককে কখনোই প্রকাশ্যে আনতে চান না সাই পল্লবী।

বিবাহিত অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সাই পল্লবী?
সদ্য মুক্তি পাওয়া একটি প্রতিবেদন অনুযায়ী, সাই পল্লবী একজন নামকরা তেলুগু অভিনেতাকে ডেট করছেন। এটাও জানা যাচ্ছে যে, এই অভিনেতার ইতিমধ্যেই বিবাহ হয়ে গিয়েছে এবং তাঁর দুটি সন্তানও রয়েছে। এই অভিনেতা কে, সে সম্পর্কে কখনও কোনও তথ্য সামনে আসেনি এবং সাই পল্লবীও এই গুজব নিয়ে কখনও মুখ খোলেননি। অন্যদিকে, সাই পল্লবীর সঙ্গে যে অভিনেতার নাম জড়িয়েছে তাঁর নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে সদ্যই সম্পর্কে জড়িয়েছেন পল্লবী। তাঁর প্রেমিকের অবশ্য বৈবাহিক সম্পর্ক ও সন্তান রয়েছে। পল্লবীর অনুরাগীরা অবশ্য এই খবর শুনে বেশ চটেছেন। যেহেতু এই খবরের সত্যতা যাচাই করা হয়নি, তাই নায়িকার অনুরাগীরা ধরেই নিচ্ছেন যে এই খবরটি মিথ্যে। সাই পল্লবী অবশ্য এই সম্পর্ক নিয়ে একেবারেই মুখ খোলেননি।

রামায়ণের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন সাই পল্লবী?
সিয়াসী ডট কমের খবর অনুযায়ী, দুটি অংশে মুক্তি পেতে চলা এই ছবির প্রতিটি অংশের জন্য রণবীর কাপূরকে ৭৫ কোটি টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, 'রামায়ণ'-এর দুটি অংশ থেকে রণবীর কাপূরের হাতে মোট ১৫০ কোটি টাকা আসবে। এর আগে প্রকাশিত একটি খবর অনুযায়ী, রণবীর এর আগে প্রতিটি ছবির জন্য প্রায় ৫০ কোটি টাকা নিতেন, অর্থাৎ তাঁর পারিশ্রমিকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সাই পল্লবী ছবিতে মা সীতার চরিত্রে অভিনয় করবেন, তাই স্বাভাবিকভাবেই তাঁর চরিত্রটি দুটি ছবিতেই থাকবে। সিয়াসী ডট কমের খবর অনুযায়ী, সাই পল্লবীকে প্রতিটি অংশের জন্য ৬ কোটি টাকা দেওয়া হবে, অর্থাৎ তিনি দুটি ছবির জন্য মোট ১২ কোটি টাকা পারিশ্রমিক পাবেন। উল্লেখ্য, এর আগে সাই তাঁর প্রতিটি ছবির জন্য খবর অনুযায়ী ২.৫ থেকে ৩ কোটি টাকা নিতেন, অর্থাৎ এখন সাই পল্লবী পরিশ্রমিক কয়েক গুণ বৃদ্ধি পাবে।























