Sai Pallavi: বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সাই পল্লবী? খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বলছেন...
Sai Pallavi Love Relationship: সাই পল্লবীর সঙ্গে যে অভিনেতার নাম জড়িয়েছে তাঁর নাম এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে সদ্যই সম্পর্কে জড়িয়েছেন পল্লবী। তাঁর প্রেমিকের অবশ্য বৈবাহিক সম্পর্ক ও সন্তান রয়েছে
কলকাতা: দক্ষিণের এই অভিনেত্রী ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। আর সদ্য তিনি পা রেখেছেন বলিউডেও! অভিনয় করছেন রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে। আর সদ্য তাঁর নাম চর্চায় এসেছে প্রেমের সম্পর্ক নিয়ে। তিনি সাই পল্লবী (Sai Pallavi)। শোনা যাচ্ছে, এক বিবাহিত অভিনেতার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সাই পল্লবী। সেই অভিনেতার নাকি সন্তানও রয়েছে। তবে এই চর্চার সত্যতা কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সাই পল্লবী।
নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত 'রামায়ণ' (Ramayana) দেখার অপেক্ষায় দর্শক বহুদিন ধরেই। কীভাবে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) বা সাই পল্লবীকে (Sai Pallavi), কোন চরিত্রে কে থাকবেন, উত্তেজনা, চর্চা চলছেই। আর এর মধ্যেই প্রকাশ্যে এসেছে সাই পল্লবীর ফার্স্ট লুক। তাঁকে রণবীরের বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে। এখনও শেষ হয়নি এই ছবির কাজ। রামায়ণ মুক্তি পেলে, এটাই হলে পল্লবীর প্রথম বলিউডের ছবি। আপাতত পল্লবী ব্যস্ত দক্ষিণী ছবি Thandel-এর শ্যুটিংয়ে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নীতেশ তিওয়ারির নির্মীয়মাণ 'রামায়ণ'-এর সেটের ফাঁস হওয়া ছবি। সেখানে রাজকীয় পোশাকে দেখা গেল 'অ্যানিম্যাল' অভিনেতা রণবীরকে। রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে নম্রতা ও ভদ্রতার প্রতীক সীতার বেশে দেখা মিলল সাই পল্লবীর। এই প্রথম রণবীর কপূর ও সাই পল্লবী একসঙ্গে কাজ করতে চলেছেন।
অন্যদিকে, সাই পল্লবীর সঙ্গে যে অভিনেতার নাম জড়িয়েছে তাঁর নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে সদ্যই সম্পর্কে জড়িয়েছেন পল্লবী। তাঁর প্রেমিকের অবশ্য বৈবাহিক সম্পর্ক ও সন্তান রয়েছে। পল্লবীর অনুরাগীরা অবশ্য এই খবর শুনে বেশ চটেছেন। যেহেতু এই খবরের সত্যতা যাচাই করা হয়নি, তাই নায়িকার অনুরাগীরা ধরেই নিচ্ছেন যে এই খবরটি মিথ্যে। সাই পল্লবী অবশ্য এই সম্পর্ক নিয়ে একেবারেই মুখ খোলেননি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।