Shafin Ahmed Death: ‘ফিরে এলে না’... মার্কিন যুক্তরাষ্ট্রে শো করতে গিয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ
Bangladesh Singer Shafin Ahmed: ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন শাফিন, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে শাফিনের বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর।

কলকাতা: প্রয়াত বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। তবে ভারতে নয়, কিছু কাদের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সঙ্গীতশিল্পী আর সেখানেই একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শাফিন বললেই যেন কানে বাজে 'নিঃস্ব করেছো আমায়.. কি নিঠুর ছলনায়..'। সকালবেলা পড়শি দেশ ভারতে শাফিনের প্রয়াণের খবর পৌঁছলেই মনখারাপ গাঢ় হয়েছে শাফিন অনুরাগীদের।
ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন শাফিন, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে শাফিনের বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। ভারতীয় সময় সকাল ৬.২০ নাগাদ সাফিনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে শাফিনের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন তাঁর ছোট ভাই। জানা যাচ্ছে, ব্যক্তিগত কাজে নয়, অনুষ্ঠানের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিন। যাঁর গানের অনুরাগী নব্বইয়ের দশকের হাজার হাজার অনুরাগী, তাঁর মৃত্যু সংবাদে মনখারাপ সবারই।
ছোট থেকেই বাবা-মায়ের কাছে মানুষ হয়েছেন শাফিন, বাবা-মা দুজনেই ছিলেন সঙ্গীতশিল্পী। তাই ছোটবেলা থাকেই বাড়িতে গানের পরিবেশ পেয়ে এসেছেন শাফিন। বড় হওয়ার পরে তিনি কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন গানকে। বাংলায় ব্যান্ড সংস্কৃতির একেবারে শুরুর দিকের কান্ডারি শাফিন। তাঁর ব্যান্ডের নাম ছিল 'মাইলস', শাফিন সেখানে কাজ করতেন একজন ভোকালিস্ট ও সুরকার হিসেবে।
আজ রাতেই শাফিনের ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন মৃতদেহ আনার জন্য । বাংলাদেশে মৃতদেহ ফিরিয়ে আনার পরেই হবে শেষকৃত্য। শাফিনের বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগম। তাঁরা দুজনেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত ও মায়ের কাছে নজরুলগীতি শিখেছিলেন শাফিন। সেটাই ছিল তাঁর গানের হাতেখড়ি। শাফিন, ভাই হামিনকে নিয়ে প্রথমে একটি ব্যান্ড গড়ে তুলেছিলেন, তার নাম ছিল মাইলস। দীর্ঘদিন সেই ব্যান্ড সাফল্যের সঙ্গে চলার পরেও মাইলস থেকে বেরিয়ে আসেন শাফিন। রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি। তবে সেই ব্যান্ডকে বেশিদীন চালানোর সময়ই পেলেন না তিনি।
শাফিন আহমেদের গাওয়া ভীষণ জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’ ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি। তিনি শুধু গান গাইতেন এমন নয়, গিটার হাতেও মঞ্চে ঝড় তুলতে জানতেন শাফিন। তাঁর প্রয়াণে মনখারাপ সঙ্গীত দুনিয়ার।
আরও পড়ুন: Salman Khan: একসঙ্গে জন্মদিন উদযাপন, নতুন সমীকরণ সলমন আর তাঁর চর্চিত প্রেমিকার মধ্যে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















