Deepika-Saif: 'কাজ করা উচিত, কিন্তু আরও গুরুত্বপূর্ণ পরিবার', দীপিকার পাশে দাঁড়িয়ে বললেন সেফ
Saif Ali Khan on Deepika Padukone: দীপিকা বলেছিলেন, দিনে ৮ ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না। এই দাবি ও এর সঙ্গে একাধিক দাবিতে সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে দীপিকার মতের অমিল হওয়ায় ছবি ছাড়েন দীপিকা

কলকাতা: সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাডুকোনের (Deepika Padukone)-র বেরিয়ে যাওয়া নিয়ে এখন সরগরম বলিউড। এই বিষয়ে অনেকে যেমন সন্দীপ রেড্ডি বঙ্গার পাশে দাঁড়িয়েছেন, অনেকে আবার দীপিকার পাশেও দাঁড়িয়েছেন। আর এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন, সেফ আলি খান (Saif Ali Khan)। দীপিকা পাডুকোনের এই দাবিগুলির প্রতি সমর্থনই জানিয়েছেন তিনি। দীপিকা ৮ ঘণ্টা কাজ করার দাবি জানিয়েছেন, সেই দাবিকে সমর্থন করেছেন সেফ। তিনি বলেছেন, পরিবার জরুরি।
৮ ঘণ্টা কাজ সম্পর্কে সেফ
দীপিকা বলেছিলেন, দিনে ৮ ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না। এই দাবি ও এর সঙ্গে একাধিক দাবিতে সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে দীপিকার মতের অমিল হওয়ায় ছবি ছাড়েন দীপিকা। দীপিকার এই মতামতকে সমর্থন করে সেফ বলেন যে, কাজের ক্ষেত্রে এই সীমারেখা রাখাটা জরুরি। পরিবার ভীষণ গুরুত্বপূর্ণ। আমি জীবনের এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি, যখন আমাকে মা আর বাচ্চা সবাইকেই ফোন করতে হয়। আমার মনে হয়, পরিবার ভীষণ জরুরি। কারণ আমার ভাল লাগে না যে, আমি বাড়ি ফিরব আর বাচ্চারা ঘুমিয়ে পড়বে। এটা যদি হয়, তাহলে বলতে হয় সাফল্য আপনার জন্য নয়। আমায় এমন একটা সময়ে বাড়ি যেতে হবে যেখানে আমার বাচ্চারা আমার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে, কিছুটা গল্প করতে পারে। আমায় পরিবারকে সামলাতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়।
'পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি'
সেফ বলেন, 'আমি মনে করি, আমাদের সকলের জন্য কাজ করা জরুরি। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোও জরুরি। পরিবারের সঙ্গে পাস্তা খাওয়া, পাস্তা বানানো, বাচ্চাদের ওপর মনোযোগ দেওয়া.. সবই জরুরি। তখনই আপনি বুঝবেন যে আপনি সফল, যখন আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কাজকে অস্বীকার করতে পারবেন।
তমন্না পাশে দাঁড়িয়েছিলেন দীপিকার?
অনেকেই দেখেছিলেন যে তমন্না দীপিকার একটি ভিডিও লাইক করেছিলেন। তবে পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তমন্না। তিনি তাঁর দীপিকা সংক্রান্ত পোস্ট লাইক করা নিয়ে কোনও কথা বলেননি। তিনি কেবল নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'ইনস্টাগ্রাম দয়া করে এই বিষয়টার দিকে নজর দাও। একাধিক পেজ আপনা আপনি লাইক হয়ে যাচ্ছে আর মানুষ সেটা নিয়ে গল্প বানাচ্ছে। সবটাই একেবারে ভিত্তিহীন।' কোনও নাম না নিয়েও তমন্না যেন স্পষ্ট করে দিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে দীপিকা পাড়ুকোনের কোনও ভিডিও লাইক করেননি। সবটাই ইনস্টাগ্রামের গ্লিচ।






















