এক্সপ্লোর
প্রসঙ্গ স্বজনপোষণ, এবার সেফ এসএমএস করে ক্ষমা চাইলেন কঙ্গনার কাছে
![প্রসঙ্গ স্বজনপোষণ, এবার সেফ এসএমএস করে ক্ষমা চাইলেন কঙ্গনার কাছে Saif Ali Khan Texts His Apology To Kangana Ranaut After Iifa 2017 Nepotism Barb প্রসঙ্গ স্বজনপোষণ, এবার সেফ এসএমএস করে ক্ষমা চাইলেন কঙ্গনার কাছে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/20094437/saif-kangana.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বরুণ ধবন ও কর্ণ জোহর ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। এবার আইফার মঞ্চে স্বজনপোষণ প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে হাসিঠাট্টা করার জন্য ক্ষমা চাইলেন সেফ আলি খান। সরাসরি কঙ্গনাকে টেক্সট করেছেন তিনি।
সেফ সংবাদমাধ্যমে জানিয়েছেন, কঙ্গনাকে এসএমএস করে ওই রূঢ় ঠাট্টার অংশ হওয়ার জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
তিনি বলেছেন, ইচ্ছে করে ওই ঠাট্টা করা হয়নি ঠিকই তবে তা স্ক্রিপ্টের অংশ ছিল। তিনি কঙ্গনাকে এসএমএস করে পুরো ব্যাপারটা বলেছেন, তিনি যে পরিস্থিতিতে পড়েছিলেন, তা বুঝেছেন ৩ বার জাতীয় পুরস্কার জয়ী ওই অভিনেত্রী।
তবে তিনি জানিয়েছেন, এ নিয়ে বরুণ বা কর্ণের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। কঙ্গনাকে তিনি এসএমএস করেছেন, সেটা তাঁদের দুজনের ব্যক্তিগত ব্যাপার।
১৫ তারিখ আইফার মঞ্চে কর্ণ জোহর, বরুণ ধবন ও সেফ আলি খান প্রকাশ্যে বলিউডে স্বজনপোষণ সমর্থন করেন। প্রথম বিষয়টি প্রকাশ্যে আনা কঙ্গনাকে নিয়ে হাসিঠাট্টা করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র হইচই হয়। বহু মানুষ প্রশ্ন করেন, বাবা বা মায়ের জোরে বলিউডে কলকে পাওয়া এই অভিনেতা, পরিচালকরা কঙ্গনার মত নিজের জোরে সেরার তকমা পাওয়া অভিনেত্রীকে নিয়ে হাসাহাসি করেন কী করে!
তিনজনের মধ্যে বরুণই প্রথম টুইট করে ক্ষমা চান। পরে কর্ণও বলেন, কঙ্গনা নিয়ে তাঁর মন্তব্যে শালীনতার অভাব ছিল। স্বজনপোষণ নয়, শেষবেলায় জয় প্রতিভারই হয় বলে মন্তব্য করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)