Saiyaara: অভিনয়ে পা রাখার আগে, কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে! অহন পাণ্ডেকে নিয়ে অজানা তথ্য
Saiyaara Star Ahaan Panday: অহন পাণ্ডে সিনেমায় হাতেখড়ি করার আগে, ২টি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন

কলকাতা: আজ মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ছবি 'সাঁইয়ারা' (Saiyaara)। আর এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছেন অহন পাণ্ডে (Ahaan Panday)। অনেকেই এই সিনেমা দেখতে ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে। প্রথমদিনে ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে এই সিনেমা। অনেকে ইতিমধ্যেই সিনেমাটি দেখার পরিকল্পনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের নিজের মন্তব্য লিখেছেন এই সিনেমা নিয়ে। অনেকেই প্রশংসা করেছেন অহন পাণ্ডের অভিনয়ের। তবে কে এই অহন পাণ্ডে? বলিউডের এই স্টারকিড ইতিমধ্যেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। কিন্তু কে এই অহন পাণ্ডে?
অহন পাণ্ডের পারিবারিক পরিচয়
অহন পাণ্ডে হল চাঙ্কি পাণ্ডের ভাইপো। অনন্যা পাণ্ডের ভাই এই অহন পাণ্ডে। অভিনেতার বাবা একজন ব্যবসায়ী এবং তাঁর মা একজন ফিটনেস বিশেষজ্ঞ। তবে অহন পাণ্ডে এই সব থেকে দূরে, অভিনয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন।
অহন পাণ্ডের কর্মজীবন
অহন পাণ্ডে সিনেমায় হাতেখড়ি করার আগে, ২টি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন । তিনি 'ফিফটি' এবং 'জলিউড'-এর মতো শর্ট ফিল্মে অভিনয় করেছেন। অহন যশরাজ ফিল্মসে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন। তিনি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ২'-এর সহকারী ছিলেন। তাঁর প্রথম ছবি, 'সাঁইয়ারা'-ও যশরাজ ফিল্মসই তৈরি করেছে। অহন একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন মডেলও। তিনি মডেলিং করেন।
অহন পাণ্ডের শিক্ষাক্ষেত্র
মুম্বইয়ের ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেছেন অহন পাণ্ড। এরপর তিনি মুম্বই ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অহন পাণ্ডকে নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে। অনেকেই অহন পাণ্ডকে আদিত্য রায় কপূরের সঙ্গে তুলনা করেছেন। আদিত্য মোহিত সুরির 'আশিকি ২'-তে কাজ করে জনপ্রিয় হয়েছিলেন।
'ধড়ক' বা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মতো সিনেমা, যা স্টারকিডদের নিয়ে তৈরি হয়েছিল, সেই সমস্ত সিনেমার অ্যাডভান্স বুকিংকে পিছনে ফেলে দিয়েছেন অহন পাণ্ডের এই সিনেমা । জানা যাচ্ছে, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিটি অ্যাডভান্স বুকিংয়ে ৭.৪৮ কোটির কালেকশন করতে সক্ষম হয়েছিল । সেই রেকর্ড ভেঙে দিয়েছে অহন পাণ্ডের 'সাঁইয়ারা' । এই ছবি অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই আয় করেছে ৭.৫০ কোটি । এখনও অগ্রিম বুকিং চলছে । 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভট্ট । অর্থাৎ অহন পাণ্ডে পিছনে ফেলে দিয়েছেন আলিয়া ভট্টকে । এখানেই শেষ নয়, প্রত্যাশা করা হচ্ছে, এই ছবি পার করে দিতে পারে 'ধড়ক'-এর প্রথম দিনের কালেকশন ও । 'ধড়ক' ছিল শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূরের প্রথম ছবি । 'ধড়ক' প্রথম দিনে আয় করেছিল ৮.৭১ কোটি।






















