Sajda Pathan: রাস্তায় কাটত দিন, শিশুশ্রমিকের জীবন বদলে গেল হঠাৎ; ৯ বছরের সাজদা এখন অস্কার মনোনীত ছবির মুখ
Anuja-Star Sajda Pathan: এই ছবিতে (Oscar Nominations) অভিনয় করে মাত্র ৯ বছরের সাজদা পাঠান (Sajda Pathan) কেড়ে নিয়েছেন সমস্ত স্পটলাইট। ৯ বছরের এই বালিকা এক সময় রাস্তায় রাস্তায় দিন কাটাত।

Oscar Nominated Film 'Anuja': গতকাল বৃহস্পতিবার ২০২৫ সালের অস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এই মনোনয়নে ভারতের বেশ কিছু ছবি স্থানচ্যুত হয়েছে ঠিকই, কিন্তু এরই পাশে অন্য এক সাফল্যের আখ্যান রচিত হয়েছে। সন্ধ্যা সুরির ছবি 'লাইট অ্যান্ড সন্তোষ' চূড়ান্ত মনোনয়নে স্থান পায়নি। কিন্তু এই দুঃখ ভুলিয়ে দিয়েছে 'অনুজা' (Anuja) ছবিটি। দিল্লিতে তৈরি হওয়া একটি স্বল্প-দৈর্ঘ্যের ছবি এই মনোনয়নে জায়গা করে নিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া, গুনীত মোঙ্গা এবং মাইন্ডি কেইলিংয়ের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবিটি এখন দারুণ চর্চায়। আর সবথেকে বড় কথা এই ছবিতে (Oscar Nominations) অভিনয় করে মাত্র ৯ বছরের সাজদা পাঠান (Sajda Pathan) কেড়ে নিয়েছেন সমস্ত স্পটলাইট। ৯ বছরের এই বালিকা এক সময় রাস্তায় রাস্তায় দিন কাটাত, পরে শিশুশ্রমিকের জীবন ছিল তার। আর আজ তাঁকে ঘিরে আন্তর্জাতিক স্তরে চর্চা চলছে তুঙ্গে। কে এই সাজদা পাঠান ?
'অনুজা' ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাডাম যে গ্রেভস এবং সুচিত্রা মাত্তাই। এই ছবিতে মূলত এক ৯ বছর বয়সী বালিকার জীবনকে কেন্দ্র করে নির্মিত যে কিনা দ্বিধায় ভুগছে। একদিকে শিক্ষা আর অন্যদিকে তার বোনের সঙ্গে কারখানায় কাজ করে অর্থ উপার্জন, এখানে তার পছন্দই আগামীদিনে তার ভবিষ্যৎ গড়ে দেবে। মূল চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে সাজদা পাঠানকে এবং তার বোনের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা শানবাগ। সাজদা পাঠানের নিজের জীবনটাই যেন ফুটে উঠেছে এই ছবির পর্দায়।
দিল্লির একটি বস্তি থেকে সাজদাকে উদ্ধার করে সালাম বালক ট্রাস্ট সংস্থা এবং তারপর থেকে ধীরে ধীরে তার জীবনের দিশা বদলাতে শুরু করে। একসময় শিশু শ্রমিকের কাজও করেছেন সাজদা। ৯ বছর বয়সী সাজদা এই নিয়ে দ্বিতীয়বার ছবিতে অভিনয় করলেন। ফরাসি ছবি 'দ্য ব্রেইড'-এ প্রথমবার তিনি অভিনয় করেন। এই ছবির পরিচালনা করেছিলেন লয়েসিসিয়া কলম্বানি এবং তার সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন মিয়া মেইলজার।
১৯৮৮ সালে মীরা নায়ারের অস্কার মনোনীত 'সালাম বম্বে' ছবির পর থেকেই এই সালাম বালক ট্রাস্ট গড়ে ওঠে। এই সংগঠন না থাকলে সাজদার জীবন বদলে যেত না। তাঁকে শুধু উদ্ধার করে আনাই নয়, বরং ডে কেয়ার সেন্টারে তাঁকে যথোপযুক্ত আশ্রয়ও দিয়েছে এই সংস্থা। আর কিছুদিনের মধ্যেই এই বছরের শেশ দিকে নেটফ্লিক্সে দেখা যাবে এই 'অনুজা' ছবিটি।
আরও পড়ুন: Mamta Kulkarni On Mahakumbh 2025: মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী






















