(Source: ECI/ABP News/ABP Majha)
Sajid Khan Death: 'আমি বেঁচে আছি !', মৃত্যুসংবাদের আবহেই ভিডিয়োবার্তা সাজিদের
Sajid Khan Video Note: 'মাদার ইন্ডিয়া' খ্যাত সাজিদ খানের মৃত্যু সংবাদের আবহে শিরোনামে উঠে আসেন আরেক সাজিদ খান, বলিউডের বিখ্যাত 'হাউজফুল' ছবির পরিচালক। বিভ্রান্তি এড়াতে একটি ভিডিয়োবার্তা দেন তিনি।
নয়াদিল্লি: ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল সাড়া জাগানো ছবি 'মাদার ইন্ডিয়া' যেখানে বিরজুর চরিত্রে অভিনয় করেছিলেন সাজিদ খান। এই চরিত্রেই বড়বেলার ভূমিকায় ছিলেন সুনীল দত্ত। সারা দেশ জুড়ে সাড়া জাগিয়েছিলে এই ছবি 'মাদার ইন্ডিয়া'। ২২ ডিসেম্বর অভিনেতা সাজিদ খানের মৃত্যু হয়। আর এই মৃত্যু সংবাদের আবহে সংবাদের শিরোনামে উঠে আসেন আরেক সাজিদ খান। বলিউডের বিখ্যাত 'হাউজফুল' ছবির পরিচালক সাজিদ খানের নাম জুড়ে যায় অনিচ্ছাকৃতভাবে। আর তা নিয়েই সমাজমাধ্যমে সরব হন পরিচালক।
ভিডিয়োতে কী বলেন সাজিদ?
ইনস্টাগ্রামে এদিন সাজিদ একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আরআইপি সাজিদ খান (১৯৫১-২০২৩) আমি নই... আমার কয়েকজন সাংবাদিক বন্ধু যাঁর সঙ্গে ভুলবশত আমাকে গুলিয়ে ফেলেছেন'। এই ভিডিয়োতেই সাজিদ বলেন, '১৯৫৭ সালে মাদার ইন্ডিয়া ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ছোট্ট বাচ্চার একটি চরিত্রে অভিনয় করেছিলেন যে সাজিদ খান তিনি জন্মেছিলেন ১৯৫১ সালে। আমি জন্মেছি তাঁর ২০ বছর পরে। তিনি মারা গিয়েছেন। আর আমার কিছু সাংবাদিক বন্ধু ভুলবশত সংবাদপত্রে আমার ছবি দিয়ে দিয়েছেন। আর আমাকে উদ্দেশ্য করেই সেই থেকে রেস্ট ইন পিস লেখা হচ্ছে।'
আরও কী বললেন?
সাজিদ আরও বলেন, তাঁর খুব কাছের বন্ধুরা ফোন করে তাঁকে জিজ্ঞেস করেছেন যে তিনি বেঁচে আছেন কিনা। তাই সকলের উদ্দেশে এদিন ভিডিয়োবার্তায় স্পষ্টই বলেন, 'আমি বেঁচে আছি। আপনাদের সকলের মনোরঞ্জন করে যাব। আর আমি সকলের কাছেই হাত জোড় করে প্রার্থনা করি সেই সাজিদ খানের আত্মার শান্তি কামনা করুন সকলে। আর আমাকেও শান্তিতে থাকতে দিন'।
ক্যানসার কেড়ে নিল অভিনেতার প্রাণ
এ প্রসঙ্গে উল্লেখ্য ‘মাদার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা সাজিদ খান দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শৈশবেই প্রযোজক মেহবুব খান তাঁকে দত্তক নেন। ১৯৫৭ সালে মুক্তি পায় মেহবুব পরিচালিত এবং অস্কার মনোনীত ছবি ‘মাদার ইন্ডিয়া’। এই ছবিতে অভিনেত্রী সুনীল দত্তের অল্প বয়সের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সাজিদ। ১৯৬২ সালে মেহবুব পরিচালিত শেষ ছবি ‘সন অফ ইন্ডিয়া’তেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন সাজিদ। এর পর ‘মায়া’, ‘দ্য প্রিন্স অ্যান্ড আই’, ‘হিট অ্যান্ড ডাস্ট’-এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেন সাজিদ। কিন্তু বলিউডে সেই ভাবে তাঁর কেরিয়ার গড়ে ওঠেনি। সত্তরের দশকে হিন্দি ছবিতে ফিরতে চাইলেও সেই সব ছবি সাফল্যের মুখ দেখেনি।
আরও পড়ুন: Isha Koppikar Divorce: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী ইশা কোপিকর, খবর সূত্রের