Sajid Khan old Interview: 'একাধিক মেয়েকে বিয়ের প্রস্তাব দিতাম, মিথ্যা বলতাম গওহরকে', ভাইরাল সাজিদের পুরনো সাক্ষাৎকার
Sajid Khan Controversy: সাজিদের জবানিতে, 'সেইসময় আমি গওহরকে মিথ্যে বলে প্রচুর অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতাম। বহু মেয়েকে সরাসরি বলতাম, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে?'
মুম্বই: তাঁকে ঘিরে বার বার দানা বেঁধেছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক নায়িকারা। অভিযোগের পাহাড় জমা হয়েছে। সেই অভিযোগ যথেষ্ট গুরুতর, যৌন হেনস্থা থেকে শুরু করে অপমান, কুপ্রস্তাব.. একাধিক মহিলা ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর বিরুদ্ধে। এহেন সাজিদ খান (Sajid Khan) যখন 'বিগ বস সিজন ১৬' (Big Boss Season 6)-এ প্রতিযোগী হিসেবে আসেন, তখনই যেন তাঁকে ঘিরে ফের মাথা চাড়া দিয়ে ওঠে বিতর্ক।
সাজিদ খান ও গওহর খানের (Gauhar Khan) সম্পর্কের কথা কারও অজানা ছিল না। শোনা গিয়েছিল বাগদানও সেরে ফেলেছিলেন এই দুই তারকা। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। শোনা গিয়েছিল ৩ বছর সম্পর্কে ছিলেন গওহর ও সাজিদ। যদিও সাজিদ জানান, মাত্র ১ বছর তাঁর সম্পর্ক ছিল গওহরের সঙ্গে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাজিদের একটি পুরনো সাক্ষাৎকার। কিরণ জুনেজা (Kiran Juneja) সঞ্চালিত একটি টক শো-তে এসে গওহরকে নিয়ে মুখ খোলেন সাজিদ। প্রাক্তনের প্রতি কোনও তিক্ততা না রেখেই গওহরকে মিষ্টি মেয়ে বলে উল্লেখ করেন সাজিদ। সেইসঙ্গে তিনি জানান, গওহর নয়, সম্পর্ক ভেঙেছে তারই কারণে।
আরও পড়ুন: Shiboprosad-Gargee: লাল অস্টিন চালিয়ে কলকাতার রাস্তায় শিবপ্রসাদ, সঙ্গী হলেন গার্গী!
সাজিদের জবানিতে, 'সেইসময় আমি গওহরকে মিথ্যে বলে প্রচুর অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতাম। বহু মেয়েকে সরাসরি বলতাম, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? সেই মতো চললে এতদিনে আমার সাড়ে তিনশোরও বেশি বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। আমার চরিত্র সে সময় ঠিক ছিল না।' বকলমে গওহরের সঙ্গে সম্পর্ক ভাঙার দোষ নিজের কাঁধেই নেন সাজিদ।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পরেই ফের সাজিদের বিরুদ্ধে যেন তিক্ততা কয়েক গুণ বেড়ে গেল নেটিজেনদের।