Shiboprosad-Gargee: লাল অস্টিন চালিয়ে কলকাতার রাস্তায় শিবপ্রসাদ, সঙ্গী হলেন গার্গী!
Haami 2 Update: সদ্য মুক্তি পেয়েছে 'হামি ২' -র নতুন গান নো চাপ (No Chap)। দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মেলনীতে আয়োজন করা হয়েছিল এই গান প্রকাশের অনুষ্ঠানের
কলকাতা: লাল টুকটুকে হুডখোলা অস্টিন গাড়ির ঘিরে সাজানো লাল সাদা বেলুন। সন্ধের কলকাতার রাস্তা দিয়ে সেই গাড়ি চালিয়ে এলেন তিনি। মুখে চেনা হাসি, গোঁফ, চশমায় লেগে থাকা সেই সারল্য। পাশে যিনি বসে, তাঁকে এককথায় ডাকসাইটে সুন্দরী বলাই চলে। পরিণত চাহনি আর ব্যক্তিত্বের সঙ্গে ভারী সুন্দর মানিয়েছে তাঁর গাঢ় সমুদ্ররঙা শাড়ি। পর্দায় এই জুটির রসায়ন অদ্ভুত। মজার মোড়কেও কী ভীষণ ঘরের কথা বলে চলেন তাঁরা। অবলীলায়। আর পর্দার বাইরে? নিখাদ বন্ধুত্ব আর এক দারুণ সহ অভিনেতার বোঝাপড়া কাজ করে দুজনের মধ্যে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)।
সদ্য মুক্তি পেয়েছে 'হামি ২' (Haami 2)-র নতুন গান নো চাপ (No Chap)। দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মেলনীতে আয়োজন করা হয়েছিল এই গান প্রকাশের অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানেই হুজ খোলা লাল অস্টিনে চড়ে হাজির হালেন পর্দার লাল্টু আর মিতালি। ক্রিসমাসে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ও প্রযোজিত ছবি 'হামি ২'।
অদ্ভুত গতিতে সে অঙ্ক কষে ফেলতে পারে সেই খুদে, সমাধান করে ফেলতে পারে বিভিন্ন কঠিন প্রশ্নের। একবিংশ শতাব্দীর এক বিস্ময় বালককে নিয়েই এই গল্প। 'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে (Christmas)। মুখ্যভূমিকায় শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)।
সদ্য মুক্তি পাওয়া 'নো চাপ' গানটি লিখেছেন ও কম্পোজ করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল, শর্মিষ্ঠা দেবনাথ ও অন্যান্য খুদেরা।
View this post on Instagram