Salaar Release: অপেক্ষার অবসান, ছবি মুক্তির দিন ঘোষণা
আজ নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রশান্ত ছবি মুক্তির তারিখ ঘোষণা করে লেখেন, সারা দুনিয়াকে জানাচ্ছি আগামী ১৪ এপ্রিল ২০২২ তারিখে মুক্তি পাবে সালার। আমরা আপনাদের সঙ্গে এই দিন উদযাপন করতে চাই। একইসঙ্গে ছবির পোস্টারও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মুম্বই: আগামী বছরই মুক্তি পাচ্ছে সালার। বহু প্রতিক্ষিত এই ছবির মুক্তির দিনক্ষণ ঘোষণা হল আজ। ছবির পরিচালক প্রশান্ত নীল এই খবর জানিয়েছেন। ছবির আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রভাস এবং শ্রুতি হাসান। এই তাঁদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়।
আজ নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রশান্ত ছবি মুক্তির তারিখ ঘোষণা করে লেখেন, সারা দুনিয়াকে জানাচ্ছি আগামী ১৪ এপ্রিল ২০২২ তারিখে মুক্তি পাবে সালার। আমরা আপনাদের সঙ্গে এই দিন উদযাপন করতে চাই। একইসঙ্গে ছবির পোস্টারও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, মূলত অ্যাকশন থ্রিলার এই ছবি। ইতিমধ্যেই ছবির প্রথম দফার শ্যুটিং শেষ হয়েছে। হায়দরাবাদে হয়েছে এই শ্যুটিং।
সালারের পরিচালক প্রশান্ত নীল সংবাদমাধ্যমকে জানিয়েছেন এটা একেবারেই অ্যাকশন থ্রিলার। প্রভাসকে নতুন ভূমিকায় দেখা যাবে সালারে। বিবৃতিতে প্রভাস জানিয়েছেন, হায়দরাবাদে মুহুরাত পুজোর পর এই ছবির শ্যুটিং হয়। আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। এখন আমার অনুরাগীরাও নতুন ছবিতে আমার লুক দেখতে পাচ্ছেন। সারা ভারতে এই ছবি দেখা যাবে। একাধিক ভাষাতে মুক্তি পাবে এই ছবি। জানা গিয়েছে ছবির বাকি কলাকুশলীদের নামও প্রকাশ্যে আনা হবে।
জানা গিয়েছে, হিংস্র চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। যা তাঁর সিনেমার কেরিয়ারে এই প্রথম। বাহুবলী অভিনেতা অসাধারণ কিছু মারামারি দৃশ্যে অভিনয় করেছেন। তেলেঙ্গানায় যার একটা অংশ শ্যুট হয়েছে। সূত্রের খবর, এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। অন্যদিকে প্রভাস অভিনীত রাধে শ্যাম ছবি মুক্তি পাবে চলতি বছর জুলাই মাসে। তাঁর বিপরীতে আছেন পূজা হেগদে।