এক্সপ্লোর
Advertisement
সলমন অনেক শান্ত হয়ে গিয়েছেন, বলছেন পরেশ রাওয়াল
মুম্বই: আগের থেকে অনেক শান্ত হয়ে গিয়েছেন সলমন খান। জানালেন পরেশ রাওয়াল।
সলমনের সঙ্গে রেডি, বাগবান, হর দিল যো পেয়ার করেগা, দুলহন হাম লে জায়েঙ্গে ও আন্দাজ আপনা আপনার মত ছবি করেছেন পরেশ। এখন তাঁরা কাজ করছেন টাইগার জিন্দা হ্যায় ছবিতে।
পরেশ বলেছেন, সব অভিনেতারই নিজস্ব আকর্ষণী ক্ষমতা আছে। সলমনেরও। আমি ওঁর সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছি। সলমনের সঙ্গে কাজ করা সোজা, তিনি সহজে সব কিছু বোঝেন, সাহায্যও করেন। আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গিয়েছেন।
১৯৯৪-এ সলমন ও পরেশ একসঙ্গে কাজ করেন কমেডি ছবি আন্দাজ আপনা আপনায়। শোনা যাচ্ছে, ছবিটির সিকোয়েল হবে। পরেশ জানিয়েছেন, এ ব্যাপারে এখনও তাঁর সঙ্গে কথা বলেনি কেউ। তবে ছবিটি অসাধারণ ছিল, সময়ের থেকে অনেক এগিয়ে। গল্প যদি ভাল হয়, সিকোয়েল করা যেতেই পারে।
আন্দাজ আপনা আপনা যে কাল্ট ছবির মর্যাদা পাবে তা তাঁরা তখন ভাবেননি বলে পরেশ জানিয়েছেন। হেরা ফেরির সময়েও বোঝা যায়নি, কী দুর্দান্ত হবে ছবিটি। তাঁদের কাজ ছবির কাজ করা ও তা শেষ করা।
পরেশ জানিয়েছেন, ২০১২-য় মুক্তি পাওয়া তাঁর আর একটি সুপারহিট ছবি ওএমজি ও মাই গডের সিকোয়েল হবে। আপাতত চিত্রনাট্য লেখা চলছে। চিত্রনাট্য প্রস্তুত হলে তখনই জানা যাবে, তাতে তাঁকে বা অক্ষয় কুমারকে দরকার আছে কিনা।
হেরা ফেরিরও সিকোয়েলের কাজ শুরু হয়। কিন্তু পরিচালক নীরজ ভোরা অসুস্থ হয়ে পড়ায় তা বন্ধ রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement