Salman Khan: বিষ্ণোই গ্যাংয়ের থেকে পরপর খুনের হুমকি, এবার মুখ খুললেন সলমন; কী বার্তা দিলেন ?
Salman Khan Death Threats: ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সময় থেকেই লরেন্স বিষ্ণোই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এবার এই খুনের হুমকি নিয়ে প্রথম মুখ খুললেন সলমন। কী বার্তা দিলেন ?

মুম্বই: বলিউডের ভাইজান এখন অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁর আগামী ছবি 'সিকন্দর'-এর প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। এই বছর ইদের দিনেই তাঁর এই ছবি মুক্তি পাবে এবং নতুন অবতারে ভক্ত অনুরাগীদের কাছে ধরা দেবেন ভাইজান। আর এই ছবিতেই 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানার সঙ্গে একত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। গতকাল রাতে সলমন খান (Salman Khan) একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন এবং সেখানে তাঁর আগামী দিনের পরিকল্পনা নিয়ে মন খুলে কথা বলেন তিনি।
এই সময়েই তাঁর আলাপচারিতায় উঠে আসে পরপর খুনের হুমকি (Salman Khan Death Threat) পাওয়ার পরে তাঁর মানসিক অবস্থার হাল হকিকত। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সময় থেকেই লরেন্স বিষ্ণোই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এবার এই খুনের হুমকি নিয়ে প্রথম মুখ খুললেন সলমন। কী বার্তা দিলেন ?
খুনের হুমকি নিয়ে এই প্রথমবার সরাসরি মুখ খুললেন সলমন, বলা ভাল নীরবতা ভাঙলেন তিনি। তাঁর বান্দ্রার বাড়িতে গত বছর যে গুলিবর্ষণ হয়, তা নিয়েও এদিন কথা বলেন সলমন খান। তিনি সাংবাদিকদের সামনে সরাসরি বলেন, 'ভগবান, আল্লাহ সবকিছুই তাঁর উপর রয়েছে। যতটা আয়ু লেখা আছে, ততটা আয়ুই রয়েছে আপনার। এটাই শুধু বিশ্বাস করি। মাঝে মাঝে এত এত লোককে সঙ্গে নিয়ে চলতে হয়, শুধু সেটাই সমস্যা হয়ে যায়।' সলমনের জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাঁর অগণিত ভক্ত, অনুরাগী এবং তাঁর পরিবারের সদস্যরা।
১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং চলাকালীন সলমন এবং তাঁর সহ-অভিনেতা সেফ আলি খান, তব্বু, সোনালি বেন্দ্রে এবং নীলম সকলেই অভিযুক্ত হয়েছিলেন যোধপুরের কাছে একটি জঙ্গলে কৃষ্ণসার হরিণ মারার অপরাধে। সেই সময় থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনের হুমকি পেয়ে আসছেন সলমন খান। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণকে পবিত্র এবং ঐশ্বরিক বলে মানা হয়।
গত বছর এপ্রিল মাসে দুই অজানা ব্যক্তি বান্দ্রায় তাঁর বাড়ির সামনে এসে নাগাড়ে গুলিবর্ষণ করে। তাদের পরে গ্রেফতার করে মুম্বই পুলিশ এবং তদন্তে জানা যায় এই ঘটনা পরিকল্পনা করেছিলেন লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোই। ২০২৪ সালের অক্টোবর মাসে মহারাষ্ট্রের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বাবা সিদ্দিকী খুন হন আর এই ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং স্বীকার করে সলমনের নিকটস্থানীয় হিসেবে তাঁকে তারাই হত্যা করেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
