Salman Khan Threat Case: সলমনকে হুমকি দিয়ে ৫ কোটি দাবি, গ্রেফতার উঠতি তরুণ গীতিকার
Salman Khan: কিছুদিন আগেই নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন সলমন এবং মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে সেই ফোন এসেছিল, লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি ও টাকা দাবি (Salman Khan Death Threat) করা হয় সেই ফোনে।
মুম্বই: মঙ্গলবার মুম্বই থেকে এক উঠতি তরুণ গীতিকারকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বলিউডের ভাইজান সলমন খানকে হুমকি এবং লরেন্স বিষ্ণোইয়ের নাম করে তার থেকে ৫ কোটি টাকা দাবির অভিযোগে (Salman Khan Threat Case) গ্রেফতার সেই তরুণ। এমনকী জানা গিয়েছে, সেই তরুণ নাকি সলমনকে হুমকি দিয়ে নিজের গান জনপ্রিয় করার চেষ্টা করেছিল। কিছুদিন আগেই নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন সলমন এবং মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে সেই ফোন এসেছিল, লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি ও টাকা দাবি (Salman Khan Death Threat) করা হয় সেই ফোনে। তারপর থেকেই তদন্ত চলে এবং মঙ্গলবার অর্থাৎ গতকাল সেই কান্ডে গ্রেফতার করা হয় এক উঠতি গীতিকারকে।
মাত্র ২৪ বছর বয়সী সেই গীতিকারের নাম সোহেল পাশা, কর্ণাটকের রায়চুরের বাসিন্দা তিনি। তাঁর লেখা একটা গান যাতে খুবই জনপ্রিয় হয়, তার চেষ্টা করছিলেন সোহেল। আর পুলিশের দাবি, এই কারণেই সলমনকে হুমকি দিয়েছিলেন সেই তরুণ। ৭ নভেম্বর মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে প্রচুর মেসেজ আসতে থাকে এই মর্মে যে সেই ব্যক্তি যিনি সলমনকে হুমকি দিয়েছেন, তিনি আদপে লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক। বলা হয় সলমন যদি ৫ কোটি টাকা না দেন, তাহলে তাঁকে মেরে ফেলা হবে। এমনকী 'ম্যায় সিকন্দর হুঁ' গানটির গীতিকারকেও মেরে ফেলা হবে বলে হুমকি আসে সেই ফোনে।
মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্তের মাধ্যমে খুঁজে পায় যে মোবাইল নম্বর থেকে মেসেজ এসেছিল, সেটি রায়চুর এলাকার। আর তাই কর্ণাটকে একটি তদন্তকারী দল পাঠানো হয়। ভেঙ্কটেশ নারায়ণ নামের সেই নম্বরের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই ব্যক্তি জানান কয়েকদিন আগে বাজারে এক অপরিচিত লোক তাঁর ফোন থেকে কল করতে চায়, আর তদন্তে দেখা যায় সেই অপরিচিত ব্যক্তি নিজের ফোনে নারায়ণের ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিয়েছিলেন। তারপরেই খুঁজে পাওয়া যায় সোহেল পাশাকে। তিনিই 'ম্যায় সিকন্দর হুঁ' গানটি লিখেছিলেন এবং এই গানকে জনপ্রিয় করার জন্য এই কাজ করেছেন তিনি, পুলিশ সূত্রে খবর। সোহলকে গ্রেফতারের পর তাঁকে ওরলি থানায় আটক করা হয়েছে, তদন্ত এখনও চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Shahid Kapoor: নিজের বিলাসবহুল বাংলো ভাড়ায় দিলেন শাহিদ কপূর, ভাড়ার অঙ্ক শুনে চোখ কপালে নেটিজেনদের