Salman Khan: সলমনের হাতে রামমন্দিরের অংশ দেওয়া বিশেষ ঘড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে!
Salman Khan News: সলমন খান হাতে যে গড়িটা পরেছেন, সেটির মধ্যে রয়েছে রাম জন্মভূমির নানা অংশ।

কলকাতা: বলিউডের স্টাইল স্টেটমেন্টে নজর থাকে সবারই। কোন নায়ক বা নায়িকা কী পরলেন, কী খেলেন সেইদিকে নজর থাকে সবারই। আর এবার, চর্চায় সলমন খান (Salman Khan)। কারণ তাঁর হাতের ঘড়ি। সলমন খান নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে একটি গেরুয়া রঙের ঘড়ি। তবে এই প্রথম নয়, এই ঘড়ি এর আগে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)-এর হাতেও। কী এই ঘড়ির বিশেষত্ব?
সলমন খান হাতে যে গড়িটা পরেছেন, সেটির মধ্যে রয়েছে রাম জন্মভূমির নানা অংশ। সারা বিশ্বে মাত্র ৪৯ জনই পাবেন এই ঘড়িটি। ঘড়ির ভিতরে লেখা রয়েছে ‘জয় শ্রীরাম’। ঘড়িটির বেল্টের রং গেরুয়া। সলমনের ঘড়িটি রোজ গোল্ড দ্বারা নির্মিত, এর ফলে সলমনের ঘড়িটির দাম অনেকটাই বেশি। সলমনের ঘড়ির মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা। এই আগে এই একই ঘড়ি পরেছিলেন অভিষেকও। তবে অভিষেকের ঘড়িটির দাম ছিল কিছুটা কম। টাইটেনিয়াম ধাতু দ্বারা নির্মিত হওয়ায় অভিষেকের ঘড়িটির দাম ছিল ৩৪ লাখ টাকা।
সোশ্যাল মিডিয়ায় সলমন খান এই ঘড়ির ছবি পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন। সামনেই মুক্তি পাবে সলমন খান ও রশ্মিকা মন্দানার ছবি 'সিকন্দর'। সেই ছবির প্রচারের জন্যই সলমন এই ছবি দিয়ে লিখেছেন, প্রেক্ষগৃহে দেখা হচ্ছে, ৩০ তারিখ। সোশ্যাল মিডিয়ায় সলমন খানের এই ছবিতে শুভেচ্ছার বন্যা। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আগামী ছবির জন্য।
প্রসঙ্গত, এই ছবির শ্যুটিং চলাকালীনই বাবা সিদ্দিকির মৃত্যু হয়। এরপরে খুনের হুমকি পেতে থাকেন সলমন খান। সেই সময়ে সলমন খানের নিরাপত্তা বেড়ে যায়। কড়া নিরাপত্তা শ্যুটিংয়ের মধ্যে শ্যুটিং করতে হয়েছিল সলমন খানকে। অভিনেতার বাড়ির বাইরেও কড়া নিরাপত্তা ছিল। সেই সময়ে বাড়ির জানলার ধারে দাঁড়ানো পর্যন্ত বারণ ছিল সলমন খানের। ছবির প্রচারের সময় ও কড়া নিরাপত্তার মধ্যে ছিলেন তিনি। সেই কারণেই ছবির প্রচারে বেশ কিছুটা কাটছাঁট করতে হয়েছিল সলমন খানকে। তবে ছবিটি বক্সঅফিসে কেমন ব্যবসা করবে এখন সেটাই দেখার।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
