Salman Khan: সলমন খানের শ্যুটিং সেটে ঢুকে পড়ে লরেন্স বিষ্ণোইয়ের নাম ধরে হুমকি! গ্রেফতার ১
Salman Khan News: সলমনে যে সেটে থাকছেন সেখানে প্রবেশ করার জন্য দেখাতে হচ্ছে পরিচয়পত্র। অনুমতি ছাড়া কাউকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কলকাতা: এবার আর ফোনে বা চিঠি পাঠিয়ে নয়, সরাসরি সলমন খানের (Salman Khan) সেটে পৌঁছলেন লরেন্স বিষ্ণোই গ্যাং-এর লোক। একেবারে সেটে ঢুকে এবার হুমকি সলমন খানকে। মুম্বইয়ের দাদর এলাক থেকে গ্রেফতার এক ব্যক্তি। শোনা যাচ্ছে ওই ব্যক্তি যখন বেআইনিভাবে সেটে ঢুকে পড়েন, সেই সময়ে সেখানে শ্যুটিং করছিলেন সলমন খান। আর তার মধ্যেই ওই ব্যক্তি ঢুকে পড়ে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে। এরপরেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
লরেন্স বিষ্ণোইয়ের হুমকি পাওয়ার পর থেকে নিরাপত্তা বেড়েছে সলমন খানের। এমনিতেই তিনি যথেষ্ট সিকিওরিটি নিয়েই চলতেন। আর বাবা সিদ্দিকির (Baba Siddique) মৃত্যুর পর থেকে আরও বেশ কিছু নিয়ম মেনে চলছেন সলমন। তিনি বাড়িতেও যথেষ্ট সতর্কভাবেই থাকছেন। একবার তাঁর বাড়ির সামনেও গুলি চলেছিল। সেই গুলি লেগেছিল তাঁর ব্যালকনিতে। তবে আহত হননি কেউই। বর্তমানে বাড়ির মধ্যে যথেষ্ট সাবধানে থাকছেন তিনি। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে নিরাপত্তারক্ষী। বাড়ির জানলাতেও দাঁড়ানো নিষেধ সলমন খানের।
একই পরিস্থিতি শ্যুটিং সেটেও। সলমনের শ্যুটিং ফ্লোর রয়েছে নিরাপত্তারক্ষীদের বলয়ে মোড়া। পাঁচ স্তরীয় নিরাপত্তারক্ষী নিয়ে শ্যুটিং করছেন সলমন খান। তিনি যে সেটে থাকছেন সেখানে প্রবেশ করার জন্য দেখাতে হচ্ছে পরিচয়পত্র। অনুমতি ছাড়া কাউকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু এত নিরাপত্ত বলয় এড়িয়েও বুধবার রাতে মুম্বইয়ের দাদরের শিবাজী পার্ক এলাকার জ়োন-৫-এ ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাকে আটকানো হলে তিনি লরেন্স বিষ্ণোইয়ের নাম করেন। তিনি বলেন, 'বিষ্ণোইকে ডাকব নাকি'। এই কথার শোনার পরে আর দেরি করেননি নিরাপত্তারক্ষীরা। ওই ব্যক্তিকে আটক করার পরে শিবাজী পার্ক পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, বান্দ্রায় সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। আর বাড়ির সামনে গুলি চলার পর থেকেই নিরাপত্তা বলয়ে মোড়া রয়েছে সলমনের জীবনযাত্রা। তবে তিনি কাজ থামাচ্ছেন না। নিয়ম মতো বিভিন্ন জায়গায় শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। তবে মুম্বইয়ের বাইরে বর্তমানে যাননি অভিনেতা এমনটাই জানা যাচ্ছে। শহরের বাইরে তাঁকে শ্য়ুটিংয়ে যেতে হলে তা তিনি ঠিক কতটা নিরাপত্তা নিয়ে করবেন সেটাই দেখার।
আরও পড়ুন: Pushpa 2 The Rule Premier: পুষ্পা ২- এর প্রিমিয়ারে গন্ডগোল ! লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিল পুলিশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।