Pushpa 2 The Rule Premier: পুষ্পা ২- এর প্রিমিয়ারে গন্ডগোল ! লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিল পুলিশ
Allu Arjun Fans: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটেছে এই ঘটনা। অল্লু অর্জুন পুষ্পা ২ দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পৌঁছনোর পরই শুরু হয় গন্ডগোল।
Pushpa 2 The Rule Premier: পুষ্পা ২- দ্য রুল (Pushpa 2 The Rule) রিলিজ হচ্ছে ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে। তার ঠিক আগের দিন হায়দরাবাদের (Hyderabad) সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) ছবির প্রিমিয়ারে (Movie Premier) পৌঁছেছিলেন 'পুষ্পা' অল্লু অর্জুন (Allu Arjun)। তারকাকে সামনে দেখে উন্মাদনার পারদ চড়তে থাকে। সন্ধ্যা থিয়েটারের মধ্যে উত্তেজনা এতটাই ছড়ায় যে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে পুলিশকে। অল্লু অর্জুনকে সিনেমার প্রিমিয়ারে দেখে সন্ধ্যা থিয়েটারে আচমকাই হুড়োহুড়ি শুরু হয় অভিনেতার অনুগামীদের মধ্যে। এক জায়গায় জড়ো হন অসংখ্য ফ্যান। তারপরেই পরিস্থিতি কিছুটা হাতের বাইরে চলে যায়। সবটা সামাল দিতে মৃদু লাঠি চার্জ করতে হয় পুলিশকে। তবে অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কোনও ক্ষয়ক্ষতির খবরও প্রকাশ্যে আসেনি। সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। দেখে নিন সেই ভিডিও।
#WATCH | Telangana: Fans of actor Allu Arjun thronged the Sandhya theatre in Hyderabad ahead of the premiere show of his film 'Pushpa 2: The Rule' tonight. Police resorted to mild lathicharge to control the crowd. pic.twitter.com/jhRvfB7D3m
— ANI (@ANI) December 4, 2024
বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে শৈলজা থিয়েটারেও পুষ্পা ২- দ্য রুল ছবির প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেও অল্লু অর্জুনের অনুরাগীদের উন্মাদনা, উত্তেজনা, উৎসাহ ছিল দেখার মতো। এখানে থিয়েটারের বাইরে বাজি ফাটিয়ে রীতিমতো উৎসবের আমেজে উদযাপন করেছেন তাঁরা। সেই ভিডিও- ও এক্স মাধ্যমে প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।
#WATCH | Andhra Pradesh: Fans of actor Allu Arjun celebrate and burst crackers outside the Sailaja Theatre in Vijayawada ahead of the premiere show of his film 'Pushpa 2: The Rule' tonight. pic.twitter.com/ajOsXn9yVa
— ANI (@ANI) December 4, 2024
ট্রেলারেই বাজিমাত করেছে পুষ্পা ২- দ্য রুল। প্রায় ৩ মিনিটের ট্রেলারে কী নেই... অভিনেতাদের লুকস, হলে দর্শকদের হাততালি কুড়নোর মতো সংলাপ, অ্যাকশন সিকোয়েন্স- সবই অত্যন্ত ঝকঝকে। ট্রেলারেই নজর কেড়েছেন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের চরিত্রে থাকা দক্ষিণী অভিনেতা ফাহাদ ফসিল। যেমন তাঁর লুক, তেমনই সংলাপ। ট্রেলার দেখেই আন্দাজ অল্লু অর্জুনের সঙ্গে পর্দায় জোরদার টক্কর হবে তাঁর। দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকেও দেখা গিয়েছে পুষ্পা-২, দ্য রুলের ট্রেলারে। আর সকলের মাঝে অতি অবশ্যই বলতে হয় শ্রীবল্লী ওরফে রশ্মিকা মান্দানার কথা। পুষ্পার সিক্যুয়েলে তাঁর চরিত্রেও বেশ কিছু ট্যুইস্ট দেখা যাবে বলে আশাবাদী দর্শকমহল।
আরও পড়ুন- সাবেক দক্ষিণী সাজে শোভিতা-নাগা, চারহাত এক হল দুই তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।