Salman Khan: আরও কড়া হল সলমন খানের বাড়ির নিরাপত্তা, ফের হুমকি?
Salman Khan News: সদ্য যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গেল বদলে ফেলা হচ্ছে সলমন খানের বাড়ির জানলার কাচ।
কলকাতা: গত বছর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন সলমন খান (Salman Khan)। তাঁর বাড়ির সামনে গুলি চলেছে। প্রাতঃভ্রমণে বেরিয়েও হুমকি পেয়েছেন তাঁর বাবা সেলিম খান। আর নতুন বছরে আরও কড়া হল সলমন খানের বাড়ির নিরাপত্তা? সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যা দেখে যথেষ্ট উদ্বিগ্ন হয়েছেন সলমনের অনুরাগীরা। তবে কি সলমন নতুন বছরে ফের হুমকি পেয়েছেন? সেই কারণেই এবার নেওয়া হচ্ছে এই পদক্ষেপ?
অন্যদিকে, এর আগে, ২৬ ডিসেম্বর রাতেই সলমনের জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে সলমনের পরিবারের সবাই ছাড়াও উপস্থিত ছিলেন ইউলিয়া ভান্তুর। সলমনের কেক কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় তাঁকে। ২৬ ডিসেম্বর ঘড়ির কাঁটা যত রাত ১২টার দিকে এগিয়েছে, ততই বেড়েছে উৎসব। জেঠুকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির সোহেল খানের একমাত্র ছেলে নির্বাণ খান। এসেছিলেন সস্ত্রীক আয়ুশ খান, নিখিল দ্বিবেদী, গৌরী পণ্ডিত-ও। কেকের আয়োজনেও কিছু কমতি ছিল না। রামধনুরঙা ৩ তলা কেক থেকে শুরু করে বিভিন্ন স্বাদের কেক উপস্থিত ছিল পার্টিতে। সলমনও কেকের বুকে ছুরি চালিয়েছেন। তবে সলমনের মুখে সেই চেনা হাসিটিই গায়েব। সলমনকে যেন বেশ কিছুটা ক্লান্ত দেখাল। তা কি কেবল নিরাপত্তার কারণেই? বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন খান। দেখা করতে পারেননি অনুরাগীদের সঙ্গেও। এই বছরে তাঁর জন্মদিনও পালন হয়েছে খুবই বিশেষভাবে। পার্টি হলেও সেখানে উপস্থিত ছিলেন না বাইরের কোনও মানুষ। একেবারে ঘরোয়া পরিবেশেই সলমন কেক কাটেন এই বছর। তবে তাঁকে যেন পাওয়া গেল না তাঁর চেনা ছন্দে।
আর সদ্য যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গেল বদলে ফেলা হচ্ছে সলমন খানের বাড়ির জানলার কাচ। সেখানে এমন কাচ বসিয়ে দেওয়া হচ্ছে যাতে বাইরে থেকে কিছুই না ঠাওর করা যায়। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসেছেন নেটিজেনরা। তবে কী ফের বিপদ ঘনিয়ে এসেছে? সলমন খান কি ফের হুমকি পেয়েছেন? সেই উত্তর অবশ্য অধরা। এর আগে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে সলমন খানকে হুমকি দেওয়া একাধিক ব্যক্তি। তবে এবার বাড়ল সলমনের বাড়ির নিরাপত্তা। প্রসঙ্গত এর আগেই সলমনের জানলার ধারে দাঁড়ানো বা নিরাপত্তারক্ষী ছাড়া রাস্তায় বেরনো বারণ ছিল।