Salman Khan: 'আমরা হিন্দুস্তানে থাকি', ওটিটি কনটেন্টের শালীনতা নিয়ে মুখ খুললেন সলমন খান
Salman Khan News: সদ্য একটি সাক্ষাৎকারে ওটিটির সিরিজের বিষয়বস্তু, দর্শকদের কথা মাথায় রেখে ছবির মান নিয়ে নিজের মত প্রকাশ করলেন সলমন
কলকাতা: তিনি বলিউডে নিজের ধারা তৈরি করেছেন। তাঁর ছবি বক্সঅফিসে সাফল্যও এনেছে। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন বলিউডের 'ভাইজান' সলমন খান (Salman Khan)। সদ্য একটি সাক্ষাৎকারে ওটিটির সিরিজের বিষয়বস্তু, দর্শকদের কথা মাথায় রেখে ছবির মান নিয়ে নিজের মত প্রকাশ করলেন সলমন।
সদ্য একটি সাক্ষাৎকারে সলমন বলেন, 'সবকিছু এখন মোবাইল ফোনে সবাই দেখতে পাচ্ছে। ওটিটির কনটেন্স যত স্বচ্ছ, পরিস্কার হবে ততই ভাল। কারোরই নিশ্চয়ই ভাল লাগবে না তাঁদের ১৫-১৬ বছরের মেয়ে পড়ার অজুহাতে আপত্তিকর কিছু দেখুক। যত ভাল, সুন্দর, সবার দেখার মতো কনটেন্ট হবে, সেটা তত বেশি মানুষ দেখবেন।'
এখানেই শেষ করেন না সলমন, বলেন, 'আপনি চুম্বন দৃশ্য থেকে শুরু করে ঘনিষ্ঠ দৃশ্য, সবেতেই অভিনয় করে ফেললেন। তারপরে যখন আপনি আপনার অ্যাপার্টমেন্টে ঢুকছেন, তখন দেখবেন দ্বাররক্ষক আপনার সেই ভিডিও দেখছেন। আমরা সবাই হিন্দুস্তানে থাকি। চিত্রনাট্যে বেশি ঘনিষ্ঠ দৃশ্য রাখা একটা সময় কার্যত রেওয়াজ হয়ে যাচ্ছিল। এখন একটু সীমার মধ্যে এসেছে।'
"All of Our Youngsters are Very Talented & Hard Working but The FIVE OF US (Me, Akshay Kumar, shahrukh, Aamir Khan, Ajay Devgn) From the 90s are not gonna Give up so Easy, We Will make them run for their Money, We'll Tire Them out 😂" -> Megastar #SalmanKhan! pic.twitter.com/h30YQKjA9j
— YOGESH (@i_yogesh22) April 5, 2023
সম্প্রতি, ২০১৯ সালের সাংবাদিক নিগ্রহের একটি মামলায় সলমনকে বেকসুর খালাস দিয়েছে বোম্বে হাইকোর্ট। ২০১৯ সালে সলমন খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন জনৈক সাংবাদিক অশোক পাণ্ড সলমন খান ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সলমন। সেই দৃশ্যেরই ভিডিও করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তা চোখে পড়তেই সাংবাদিকের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় ও দুর্ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। এমনকি তাঁকে মারা হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক। এই অভিযোগের ভিত্তিতে একটি বয়ান দেন সলমন খানের দেহরক্ষী। তাঁর দাবি ছিল, ওই সাংবাদিককে কিছুই বলেননি সলমন। এই ঘটনায় অভিনতার তরফ থেকে জানানো হয়েছিল, পুলিশি তদন্ত ছাড়াই কেবল অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৬ ধারায় সলমন ও তাঁর দেহরক্ষীকে অভিযুক্ত করা হয়েছে। এর ফলে, নিম্ন আদালতের সেই রায়ই বাতিল করে দিয়েছে বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন: Devi CHowdhurani: শুভ্রজিতের 'দেবী চৌধুরাণী'-র সৌজন্যে প্রথমবার বাংলা ছবির জন্য কাজ করবেন শ্যাম কৌশল