এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে দেখুন: যোধপুর সেন্ট্রাল জেলে সলমনের সঙ্গে দেখা করলেন প্রীতি জিন্টা
যোধপুর: আজ যোধপুরের দায়রা আদালতে আজ জামিন পেলেন না কৃষ্ণসার হরিণ শিকার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত সলমন খানের। আগামীকাল সলমনের জামিনের আর্জি নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। অর্থাত্ অন্তত আরও একটা রাত জেলেই কাটাতে হবে বলিউডের 'ভাইজান'-কে। সলমনের কারাদণ্ড নিয়ে দুঃখিত বলিউড তারকা সহ অনুরাগীরাও। এরইমধ্যে সলমনের সঙ্গে দেখা করতে যোধপুরে চলে এলেন বলিউড নায়িকা প্রীতি জিন্টা।
সলমনের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন প্রীতি। এই সংকটের সময় সহ অভিনেতার প্রতি সহমর্মিতা জানাতে সেখানে গেলেন প্রীতি।
এমনিতে দাদার পাশে থাকতে দুই বোন আলভিরা ও অর্পিতা যোধপুরেই রয়েছেন। প্রীতি একটি সাদা রঙের টুপি পরে যোধপুরে গেলেন। সংবাদমাধ্যমের নজর এড়ানোর চেষ্টা করতেও দেখা গেল তাঁকে। গাড়ির জানালা কাগজ দিয়ে ঘেরা ছিল। তাই ক্যামেরায় প্রীতির ছবি ধরা পড়েনি। জানা গেছে, প্রায় আধঘন্টা জেলে সলমনের কাছে ছিলেন প্রীতি।
সলমনের সঙ্গে প্রীতির বন্ধুত্ব সবারই জানা। প্রথম সেলিব্রিটি হিসেবে প্রীতি সলমনের সঙ্কটের সময়ে সলমনের পাশে দাঁড়াতে যোধপুর সেন্ট্রাল জেলে এলেন।
প্রীতির সঙ্গে সলমন হর দিল জো প্যায়ার করেগা, চোরি চোরি চুপকে চুপকে, জানেমন, হিরোজ-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। গতকাল আদালতে যখন কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমনের সাজা ঘোষণা হয়, তখন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছিলেন ভাই সোহেল ও আরবাজ, বোনের স্বামী আয়ুষ শর্মা সহ পরিবারের অন্য লোকজন। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি। পরে আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা ও তাঁর বোন অমৃতা অরোরা, রেস ৩ নির্মাতা রমেশ নৌরানি, স্নেহা উলাল, ডেইজি শাহ, মা পুনম সিনহা ও বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে সোনাক্ষী সিনহা সলমনের বাড়িতে যান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement