এক্সপ্লোর
তেহরান আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে সলমন-অনুষ্কার সুলতানের সাফল্য

মুম্বই: সলমন খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘সুলতান’ বক্স অফিসে আগেই সাফল্য পেয়েছিল। এবার তেহরানের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবেও সাফল্য পেল এই ছবিটি। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিল ‘সুলতান’। সেরা অভিনেতা হিসেবে সলমন লং ন্যারেটিভ বিভাগে সাম্মানিক ডিপ্লোমাও পেয়েছেন। সেরা অভিনেত্রী হওয়া অনুষ্কাও সলমনের মতোই সাম্মানিক ডিপ্লোমা পেয়েছেন। সেরা পরিচালক হিসেবে আলি আব্বাস জাফরও একই সাম্মানিক ডিপ্লোমা পেয়েছেন। জাফর বলেছেন, ‘শক্তিশালী গল্প, পারফরম্যান্স ও জীবন বদলে দেওয়ার ক্ষেত্রে খেলার প্রভাবের উপর সৎ বিশ্বাসের জোরে সংস্কৃতি ও ভাষার বাধা অতিক্রম করেছে। স্বীকৃতি ও ভালবাসার জন্য আমি ও সুলতানের গোটা দল তেহরানের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের আয়োজকদের কাছে কৃতজ্ঞ।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















