(Source: ECI/ABP News/ABP Majha)
Samantha Ruth Prabhu: 'নিজের দায়িত্ব নিতে পারি', চিকিৎসার জন্য ২৫ কোটির আর্থিক সাহায্য নেওয়ার দাবি নস্যাৎ করলেন সামান্থা
Samantha: এদিন নিজের ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে অভিনেত্রী এই দাবি উড়িয়েছেন। তিনি এও জানিয়েছেন যে এতদিন ধরে সিনেমায় কাজ করে নিজের খরচ নিজে চালানোর ক্ষমতা রাখেন।
নয়াদিল্লি: তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) আপাতত কাজ থেকে সাময়িক বিরতি (career break) নিয়েছেন। আগামী ১ বছর তিনি কাজ করবেন না বলেই জানিয়েছেন। অটো-ইমিউন মায়োসাইটিস (auto immune myositis) রোগে আক্রান্ত তিনি, সেই চিকিৎসার জন্যই আপাতত কাজ থেকে নিয়েছেন বিরতি। সময় কাটাতে গিয়েছিলেন বালি, একের পর এক সুন্দর ছবিও শেয়ার করেন তিনি। কিন্তু এরই মাঝে ফের তিনি শিরোনামে। শোনা যায়, চিকিৎসার জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা আর্থিক সাহায্য নিয়েছএন। যদিও সেই দাবি নস্যাৎ করেছেন অভিনেত্রী নিজেই।
২৫ কোটি টাকা আর্থিক সাহায্য নেওয়ার দাবি নস্যাৎ সামান্থার
'সিটাডেল' ছবির ভারতীয় সংস্করণের শ্যুটিং শেষ করে বিরতি নিয়েছেন সামান্থা, শারীরিক কারণে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য অভিনেত্রী নাকি ২৫ কোটি টাকা আর্থিক সাহায্য নিয়েছেন। তবে সেই অভিযোগ উড়িয়েছেন অভিনেত্রী এবং জানিয়েছেন নিজের দায়িত্ব নিজে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
এদিন নিজের ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে অভিনেত্রী এই দাবি উড়িয়েছেন। তিনি এও জানিয়েছেন যে এতদিন ধরে সিনেমায় কাজ করে নিজের খরচ নিজে চালানোর ক্ষমতা রাখেন। মিডিয়াকেও দোষারোপ করেছেন তিনি। সামান্থা লেখেন, 'মায়োয়াইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি!? কেউ আপনাদের খুব খারাপ ডিল দিয়েছে। আমি এই অঙ্কের সামান্য ভগ্নাংশ খরচ করছি জেনে খুব ভাল লাগল। আর আমার মনে হয় না যে আমার কর্মজীবনে সমস্ত কাজের জন্য আমাকে মার্বেলে পেমেন্ট করা হয়েছে বলে। ফলে আমি খুব সহজেই নিজের খরচ তুলতে পারি। ধন্যবাদ।'
তিনি আরও লেখেন, 'মায়োসাইটিস এমন একটি কন্ডিশন যাতে হাজার হাজার মানুষ আক্রান্ত হন। দয়া করে চিকিৎসা সম্পর্কে যা যা তথ্য আমরা প্রকাশ করছি তা সম্পর্কে দায়িত্ববান বা সচেতন যেন হই।'
সামান্থার ২০২২ সালে অটো ইমিউন মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ্যে আসে। দীর্ঘদিনের চিকিৎসা করেন অভিনেত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি ট্রিটমেন্টের জন্য। গত বছরের খবর অনুযায়ী, তাঁর বিরল কন্ডিশনের চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় করেছেন অভিনেত্রী।
এক বিনোদন সংস্থার খবর অনুযায়ী, অভিনেত্রী নাকি এক বিখ্যাত অভিনেতার থেকে ২৫ কোটি টাকা আর্থিক সাহায্য নিয়েছিলেন চিকিৎসা করাতে। যদিও অভিনেতার নাম প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন: 'Gadar 2': অগ্রিম বুকিংয়ে প্রথম দিনের ৩০ হাজার টিকিট বিক্রি সানি-আমিশার 'গদর ২' ছবির
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় সামান্থা রুথ প্রভু ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত 'খুশি'। রোম্যান্টিক ঘরানার এই ছবি নিয়ে বেশ উত্তেজিত অনুরাগীরা। এছাড়া 'সিটাডেল' ছবির ভারতীয় সংস্করণেও দেখা যাবে সামান্থাকে, যার পরিচালক রাজ ও ডিকে। এই পরিচালকদ্বয়ের সঙ্গে অভিনেত্রী এর আগে 'দ্য ফ্যামিলি ম্যান'-এও কাজ করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন