Sameer Wankhede: সোশ্যাল মিডিয়ায় 'হুমকি'র শিকার সমীর ওয়াংখেড়ে, পুলিশ কমিশনারের দ্বারস্থ প্রাক্তন NCB কর্তা
Mumbai Drug Case: বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে।
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই হুমকির শিকার মুম্বইয়ের প্রাক্তন এনসিবি কর্তা (former zonal director of NCB) সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন তিনি। এই ব্যাপারে পুলিশ কমিশনারের (Mumbai police commissioner) সঙ্গে কথা বলবেন তিনি, জানান এমনটাই।
'হুমকি' পাচ্ছেন সমীর ওয়াংখেড়ে?
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কর্ডেলিয়া ক্রুজ মাদক কাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার তিনি দাবি করেন যে তাঁকে এবং তাঁর স্ত্রী ক্রান্তি রেডকরকে বারবার সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। গত দিন চার ধরে এমন ঘটনা ঘটছে বলে দাবি তাঁর। তিনি একইসঙ্গে এও জানান যে মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাবেন তিনি এবং তাঁর নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় সেই আবেদন করবেন।
#WATCH | Mumbai: "I'm getting threats continuously for the last 4 days. Will share everything with the Police Commissioner...": Sameer Wankhede, Former Zonal Director of Mumbai NCB pic.twitter.com/l4IuqFjNlo
— ANI (@ANI) May 22, 2023
এনসিবি মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টরকে বর্তমানে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার চেষ্টা করার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে - পরে যা কমিয়ে তিনি ১৮ কোটিতে রফা করেন বলে অভিযোগ। শাহরুখ খানের থেকে তাঁর ছেলে আরিয়ান খানকে মাদক কাণ্ড থেকে বাঁচাতে এই টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে, এমনই অভিযোগ।
সমীর ওয়াংখেড়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, 'গত চার দিন ধরে, সমীর ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রী উভয়ই সোশ্যাল মিডিয়ায় হুমকি পাচ্ছেন। নিরাপত্তার আবেদন জানিয়ে সমীর ওয়াংখেড়ে মুম্বই পুলিশকে চিঠি লিখবেন।'
ওয়াংখেড়ে ঘুষের মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে বম্বে হাইকোর্টে গিয়েছিলেন এবং আদালত আজ অর্থাৎ সোমবার এই বিষয়ে শুনানি করবে। তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন বলে আশ্বাস দেওয়ার পরে হাইকোর্ট অফিসারকে ২২ মে পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল।
বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।
শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। কিং খানের প্রত্যেকটা মেসেজেই ঝরে পড়ছে আকুতি। শাহরুখ লিখছেন, 'সমীর সাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?'
আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?
এখানেই শেষ নয়, একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, 'এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।'
বার বার বার্তা গিয়েছে সমীরের কাছে। তবে বৃথা হয়েছিল শাহরুখের যাবতীয় আকুতি। সে সময়ে সেই সমস্ত মেসেজ খুলেও দেখেননি সমীর। তবে আরিয়ান জেল থেকে ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশীট পেশ করে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে মাদক নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।