Samrat Prithviraj: এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'সম্রাট পৃথ্বীরাজ'?
Samrat Prithviraj 1st Day Box Office Collection: এত প্রচারের পর কি প্রত্যাশা মতো শুরুটা করতে পারল 'সম্রাট পৃথ্বীরাজ'? প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি?
মুম্বই: গতকাল মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj)। অক্ষয় কুমার (Akshay Kumar) এবং মানুষী চিল্লার (Manushi Chillar) অভিনীত এই ছবিকে ঘিরে নির্মাতা থেকে দর্শকদের প্রত্যাশা অনেক ছিল। বেশ দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু এত প্রচারের পর কি প্রত্যাশা মতো শুরুটা করতে পারল 'সম্রাট পৃথ্বীরাজ'? প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি?
'সম্রাট পৃথ্বীরাজ' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্টের মাধ্যমেই জানা যাচ্ছে, প্রথমদিন বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবি। ১০.৭০ কোটি টাকার ব্যবসা করল 'সম্রাট পৃথ্বীরাজ'। তরণ আদর্শ জানাচ্ছেন, উৎসবের মরসুম ছাড়া মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে চলতি বছর প্রথম দিনের ব্যবসার হিসেবে শীর্ষে রয়েছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এই ছবি ব্যবসা করে ১৪.১১ কোটি টাকার। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে 'বচ্চন পাণ্ডে'। এই ছবি ব্যবসা করে ১৩.২৫ কোটি টাকার। ১০.৭০ কোটি টাকার ব্যবসা করে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ'। চতুর্থ স্থানে রয়েছে আলিয়া ভট্টের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই ছবি প্রথম দিন ব্যবসা করে ১০.৫০ কোটি টাকার।<
>
আরও পড়ুন - Jeet Ganguly on KK: 'ইশক মে তেরে বিনা', কেকে-র স্মৃতিচারণায় বিশেষ ভিডিও জিতের