Jeet Ganguly on KK: 'ইশক মে তেরে বিনা', কেকে-র স্মৃতিচারণায় বিশেষ ভিডিও জিতের
Jeet-KK: কেকে-র প্রয়াণে শোকে বিহ্বল জিৎ গঙ্গোপাধ্যায় বিশেষ ভিডিও পোস্ট করলেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে জিতের সুরে কেকে এবং শ্রেয়া ঘোষালের গাওয়া 'ইশক মে তেরে বিনা' গানটি।
কলকাতা: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে (KK) প্রয়াত হয়েছেন আজ বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে পড়েন। আর তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি (KK Demise)। অনুরাগী, সহকর্মী থেকে কেউ বিশ্বাস করতে পারছে না যে, কেকে আর এই পৃথিবীতে নেই। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) সঙ্গে কেকের বন্ধুত্ব অনেক বছরের। জিতের সুরে গানও গেয়েছেন কেকে। তাই ঘনিষ্ঠ বন্ধুর প্রয়াণ এখনও পর্যন্ত শোকস্তব্ধ করে রেখেছে জিৎকে। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে একাধিক পোস্ট করেছেন কেকে-র প্রয়াণের পর। স্মৃতির পাতা ঘেঁটে নানা মুহূর্ত তুলে এনেছেন। এবারও তেমনই একটি বিশেষ ভিডিও শেয়ার করলেন তিনি।
কেকে-র প্রয়াণে জিতের ভিডিও-
এদিন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যার ব্যাকগ্রাউন্ডে বাজছে জিতের সুরে কেকে এবং শ্রেয়া ঘোষালের গাওয়া 'ইশক মে তেরে বিনা' গানটি। আর সামনে দেখা যাচ্ছে, কেকে এবং জিতের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত। ভিডিও পোস্ট করে জিৎ লিখেছেন, 'কেকে এবং শ্রেয়া ঘোষালের অসাধারণ সুন্দর একটি গান। কেকে-র ম্যাজিকাল ভয়েস অনুভব করুন।' প্রসঙ্গত, 'ইশক মে তেরে বিনা' (Ishq Mein Tere Bina) গানটি মূলত বছর দশেক আগে মুক্তি পাওয়া বোমান ইরানি এবং ফারহা খান অভিনীত 'শিরিহ ফারহাদ কি তো নিকাল পড়ি' ছবির।
আরও পড়ুন - Yami Gautam: প্রথম বিবাহবার্ষিকীতে মেহেন্দি থেকে বিয়ের অদেখা ভিডিও পোস্ট ইয়ামি গৌতমের
সদ্য কয়েকদিন আগেই কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের ফেস্ট উপলক্ষে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় গায়ক কেকে। গানের অনুষ্ঠানের মাঝেই অসুস্থ বোধ করতে থাকেন। মাঝে বিশ্রামও নেন। ফের হাসিমুখে দর্শকদের জন্য গান গাইতে শুরু করেন। হাসিমুখে অনুষ্ঠান শেষ করেন। অসুস্থ বোধ করায় হোটেলে ফিরে যান। হোটেলের ঘরে ঢোকার আগে অনুরাগীরা চাহিদা মতো সেলফিও তোলেন। কিন্তু এরপরই সংজ্ঞা হারান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকে-র প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগী থেকে তাঁর সহকর্মী এবং অন্যান্য তারকারা।