এক্সপ্লোর
মধুচন্দ্রিমায় গুলমার্গে সানা খান, বরফের মাঝে স্বামীর সঙ্গে হুটোপাটি
চারদিক বরফে মোড়া। যে দিকে দু চোখ যায় তাকালেই শুধু বরফ আর বরফ। তারই মধ্যে নায়কের কাঁধে আলতো করে মাথা ঠেকিয়ে আদুরে মুখ... তিনি সানা খান। না, সিনেমার দৃশ্য নয়। এ চিত্রনাট্যে একেবারে বাস্তব জীবনের। আপাতত তাতেই মজেছেন সানা, সঙ্গী বাস্তব জীবনের নায়ক স্বামী মুফতি আনস।
![মধুচন্দ্রিমায় গুলমার্গে সানা খান, বরফের মাঝে স্বামীর সঙ্গে হুটোপাটি Sana Khan Videos Actress sana khan takes bike ride with mufti anas on snow in gulmarg honeymoon watch Viral Video মধুচন্দ্রিমায় গুলমার্গে সানা খান, বরফের মাঝে স্বামীর সঙ্গে হুটোপাটি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/13030011/sana.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: চারদিক বরফে মোড়া। যে দিকে দু চোখ যায় তাকালেই শুধু বরফ আর বরফ। তারই মধ্যে নায়কের কাঁধে আলতো করে মাথা ঠেকিয়ে আদুরে মুখ... তিনি সানা খান। না, সিনেমার দৃশ্য নয়। এ চিত্রনাট্যে একেবারে বাস্তব জীবনের।
ছবি সৌজন্যে -@sanakhaan21/Instagram)
আপাতত তাতেই মজেছেন সানা, সঙ্গী বাস্তব জীবনের নায়ক স্বামী মুফতি আনস। বরফের মাঝেই হুটোপাটি করছেন। তাও আবার বাইকে চড়ে। কনকনে ঠাণ্ডা, তারই মধ্যে বাইক রাইড--- একটু ভিন্ন স্বাদের রোমান্সকে উপভোগ করা!
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামীর সঙ্গে গুলমার্গে বাইক রাইডের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন সানা খান। তাতে দেখা যাচ্ছে কালো ওভারকোট। তার নীচে ফ্লুরোসেন্ট গ্রিনের হুটওয়ালা জ্যাকেট। প্রাণখোলা হাসি। স্বামীর পায়ের থেকে গাম্বুট খুলে নিয়ে মুফতিকে বরফের আস্তরণ ঠেলে বাইক চালাতে সাহায্য করছেন জনৈক টুরিস্ট গাইড। তবে মিঞাঁ-বিবির বাইকের চাকা গড়াক বা নাই গড়াক, প্রেমের চাকা চলছে ’ গড়গড়িয়ে‘! মধুচন্দ্রিমা বলে কথা... ভিডিও পোস্ট করতেই লাইক পড়ছে হু হু করে।
ছবি সৌজন্যে-
@sanakhaan21/Instagram) বরফস্নাত গুলমার্গে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা যাপনের ছবি পোস্ট করে সানা ক্যাপশন দিয়েছেন ’ হেভেন‘ অর্থাৎ স্বর্গ। কখনও বাইক থেকে নেমে পড়ে সিঙ্গল ছবিও দিয়েছেন সানা। তুষারের দাপট থেকে চোখকে বাঁচাতে সোনালি ওভার সাইজ চশমা পরেছেন সানা। ২০ নভেম্বর সানা খান বিয়ে করেন। আপাতত মধুচন্দ্রিমা যাপনে অভিনেত্রী মজে থাকলেও, ২০২০ সালটা ভাল যায়নি সানা খানের। বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গে ফেব্রুয়ারিতে ব্রেক আপ। পরবর্তীতে শো বিজ দুনিয়াকে বিদায়। জানিয়েছেন মানুষের স্বার্থে কাজ করতে চান। কর্মজগতে সানা কবে ফিরবেন সে সব নিয়ে এখন একটুও ভাবতে রাজি নন অনুরাগী। সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভরে উঠুক বরফে ঢাকা সানার মধুচন্দ্রিমার আরও কিছু ছবি।
![মধুচন্দ্রিমায় গুলমার্গে সানা খান, বরফের মাঝে স্বামীর সঙ্গে হুটোপাটি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/12213025/sana-3-240x300.jpg)
![মধুচন্দ্রিমায় গুলমার্গে সানা খান, বরফের মাঝে স্বামীর সঙ্গে হুটোপাটি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/12213025/sana-2-241x300.jpg)
@sanakhaan21/Instagram) বরফস্নাত গুলমার্গে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা যাপনের ছবি পোস্ট করে সানা ক্যাপশন দিয়েছেন ’ হেভেন‘ অর্থাৎ স্বর্গ। কখনও বাইক থেকে নেমে পড়ে সিঙ্গল ছবিও দিয়েছেন সানা। তুষারের দাপট থেকে চোখকে বাঁচাতে সোনালি ওভার সাইজ চশমা পরেছেন সানা। ২০ নভেম্বর সানা খান বিয়ে করেন। আপাতত মধুচন্দ্রিমা যাপনে অভিনেত্রী মজে থাকলেও, ২০২০ সালটা ভাল যায়নি সানা খানের। বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গে ফেব্রুয়ারিতে ব্রেক আপ। পরবর্তীতে শো বিজ দুনিয়াকে বিদায়। জানিয়েছেন মানুষের স্বার্থে কাজ করতে চান। কর্মজগতে সানা কবে ফিরবেন সে সব নিয়ে এখন একটুও ভাবতে রাজি নন অনুরাগী। সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভরে উঠুক বরফে ঢাকা সানার মধুচন্দ্রিমার আরও কিছু ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)