এক্সপ্লোর
Solanki Roy: নতুন পরিবারের অন্দরে রয়েছে এক রহস্য, সমাধান করতে পারবেন শোলাঙ্কি?
Solanki Roy News: ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তী। সোলাঙ্কি ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে,
নতুন ওয়েব সিরিজে শোলাঙ্কি
1/10

'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'বিষহরি'। সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন শোলাঙ্কি রায় (Solanki Roy)।
2/10

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তী। শোলাঙ্কি ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে, রোহন ভট্টাচার্য ও কৌশিক রায়কে
3/10

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তী। সোলাঙ্কি ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে, রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) ও কৌশিক রায় (Koushik Roy)
4/10

এই ওয়েব সিরিজে শোলাঙ্কির চরিত্রের নাম রাজনন্দিনী। রোহনের চরিত্রের নাম তথাগত ও কৌশিকের চরিত্রের নাম অভিরূপ। মিত্রবাড়ির নাগপঞ্চমী উৎসবকে ঘিরেই আবর্তিত হবে এই সিরিজের গল্প।
5/10

পরিবারের একেবারে গভীরে থাকা কিছু কিছু বিশ্বাস, আচার আচরণ মানতে অস্বীকার করে রাজনন্দিনী। তার মনে প্রশ্ন জাগে, কেন এই বাড়িতে এমন অদ্ভূত সব সমস্ত নিয়ম।
6/10

যতই সে এই সমস্ত নিয়মের গভীরে যেতে চায়, ততই বেরিয়ে আসে পরিবারের গভীরে থাকা অপ্রিয় সব সত্য, হিংসা ও বিশ্বাসঘাতকতার সব ইতিহাস। মিত্র পরিবারের সমস্ত রাজনীতি আর অন্ধকার অতীতকে কী সামনে আনতে পারবে রাজনন্দিনী? সেই গল্পই থাকবে সিরিজ জুড়ে।
7/10

এই সিরিজ সম্পর্কে শোলাঙ্কি বলেছেন, 'রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। ও এমন একটা মানুষ, যে সমস্ত অন্ধবিশ্বাসের মূলে আঘাত করতে চায়। বের করে আনতে চায় সত্যিটা, তা সে যত তীক্তই হোক না কেন।'
8/10

এই সিরিজ সম্পর্কে রোহন বলছেন, 'বিষহরি-র অংশ হতে পারা আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা। এই শো-টার মধ্যে পুরাণের বিভিন্ন গল্প রয়েছে, ভয় রয়েছে, রহস্য রয়েছে আর আরও অনেক কিছু বিষয় রয়েছে।'
9/10

সৌভিক চক্রবর্তী বলছেন, 'মা মনসা আর বেহুলার মধ্যে আদিকাল থেকে যে দ্বন্ধ রয়েছে, সেই গল্পকেই যেন তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। এই গল্পে যেমন রয়েছে একটি ফ্যামিলি ড্রামা, সেই সঙ্গে থাকবে পুরাণের ছোঁয়াও।'
10/10

পুরাণ, অন্ধবিশ্বাস, পরিবারের কিছু গোপন অতীত আর রহস্য, সেই সমস্ত কিছু নিয়েই এগিয়ে গিয়েছে 'বিষহরি'-র গল্প।
Published at : 14 Feb 2025 09:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























