এক্সপ্লোর
Vicky-Rashmika: হাতি-ঘোড়ায় চড়া শেখা, যুদ্ধ থেকে শুরু করে ওজন বাড়ানো, 'ছাবা'-র জন্য কী কী প্রস্তুতি নিয়েছিলেন ভিকি-রশ্মিকা?
Rashmika Mandhana Vicky Kaushal: 'ছাবা'-র জন্য কেমন প্রস্তুতি ছিল ভিকি-রশ্মিকার?

প্রচারের সময় রশ্মিকা ও ভিকি
1/10

পর্দায় ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই চরিত্রের জন্য কেমন প্রস্তুতি ছিল তাঁর? এবিপি আনন্দে অকপট ভিকি কৌশল। জানালেন 'ছাবা' ছবি তৈরির প্রস্তুতির কথা।
2/10

ভিকি কৌশল এই ছবির জন্য হাতি ও ঘোড়ায় চড়া শিখেছেন। পাশাপাশি ছিল ওজন বাড়ানো, দাড়ি গোঁফ রাখার চ্যালেঞ্জ ও। মাস ৬ ধরে তিনি নিজেকে শারীরিকভাবে বদলে ফেলেছিলেন।
3/10

এই ছবির শ্যুটিং চলেছিল সাত মাস ধরে। তার আগে ৬ মাস চলেছিল প্রস্তুতি পর্ব। এই গোটা সময়টা একই ওজন ধরে রাখতে হয়েছিল ভিকিকে। সেই সঙ্গে চর্চা করতে হয়েছিল তলোয়ার চালানো, বিভিন্ন যুদ্ধের সিকোয়েন্স, হাতি ও ঘোড়ায় চড়া।
4/10

এই অভিজ্ঞতা অবশ্য ভিকির প্রথম নয়। তাঁর জলে ভয় ছিল। কিন্তু 'মশান' ছবির জন্য জলের ভয় কাটিয়ে সাঁতার শিখেছিলেন ভিকি। আর এই ছবির জন্য তাঁর প্রয়োজন ছিল একাধিক অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলন। সেটাও করেছিলেন তিনি।
5/10

তবে ভিকির কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জিনিসটা ছিল, সেটা হল ছত্রপতি সম্ভাজীর চরিত্রকে ধরতে পারা। অভিনেতার কথায়, 'ছত্রপতি সম্ভাজী এমন একজন হিরো, যাঁর কথা অনেকে শোনেননি। কিন্তু যাঁরা তাঁকে ভগবান বলে বিশ্বাস করেছেন, তাঁদের কাছে সম্ভাজীকে সেভাবেই, সেই সম্মান দিয়েই তুলে ধরা। সেখানো কোনও ভুল হলে চলবে না।'
6/10

ভিকি আরও বলেন, পরিচালক বলেছিলেন, এই ছবিতে কোথাও কারচুপি হবে না। যুদ্ধ থেকে শুরু করে ঘোড়ায় চড়া বা হাতিতে চড়া, সবটা করতে হবে ভিকিকে নিজেকেই। সেই কারণেই সব শিখেছিলেন ভিকি। সেটে অনেক সময় ২ হাজারের ও বেশি লোক নিয়ে শ্যুটিং হয়েছে।
7/10

এই ছবিতে ছত্রপতি সম্ভাজীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) ও। তাঁর প্রস্তুতি কেমন ছিল? এবিপি আনন্দকে রশ্মিকা শুনিয়েছেন তাঁর প্রস্তুতির কথাও।
8/10

রশ্মিকার জন্য সবচেয়ে কঠিন ছিল সেই যুগের ভাষায় কথা বলা। শারিরীক তেমন কোনও পরিবর্তন না থাকলেও, ভাষাগত পরিবর্তন বেশ বিপাকে ফেলেছিল রশ্মিকাকে। বারে বারেই অনুশীলন করতে তিনি, শেষে সেটে আসতেন একেবারে তৈরি হয়ে।
9/10

ভিকি ও বলেছেন, তিনি রশ্মিকার প্রস্তুতি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। যখন রশ্মিকা সেটে আসতেন, তাঁর প্রত্যেকটা লাইন একেবারে মুখস্থ থাকত। ভিকি ভাবতেও পারেননি রশ্মিকা এতটা প্রস্তুতি নিয়েছেন
10/10

এই ছবির প্রচার চলাকালীনই রশ্মিকার পা ভেঙে যায়। প্রচারের বেশিরভাগ সময়ই হুইলচেয়ারে বসে কাটিয়েছেন রশ্মিকা।
Published at : 12 Feb 2025 08:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
