এক্সপ্লোর
Vicky-Rashmika: হাতি-ঘোড়ায় চড়া শেখা, যুদ্ধ থেকে শুরু করে ওজন বাড়ানো, 'ছাবা'-র জন্য কী কী প্রস্তুতি নিয়েছিলেন ভিকি-রশ্মিকা?
Rashmika Mandhana Vicky Kaushal: 'ছাবা'-র জন্য কেমন প্রস্তুতি ছিল ভিকি-রশ্মিকার?
প্রচারের সময় রশ্মিকা ও ভিকি
1/10

পর্দায় ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই চরিত্রের জন্য কেমন প্রস্তুতি ছিল তাঁর? এবিপি আনন্দে অকপট ভিকি কৌশল। জানালেন 'ছাবা' ছবি তৈরির প্রস্তুতির কথা।
2/10

ভিকি কৌশল এই ছবির জন্য হাতি ও ঘোড়ায় চড়া শিখেছেন। পাশাপাশি ছিল ওজন বাড়ানো, দাড়ি গোঁফ রাখার চ্যালেঞ্জ ও। মাস ৬ ধরে তিনি নিজেকে শারীরিকভাবে বদলে ফেলেছিলেন।
Published at : 12 Feb 2025 08:25 PM (IST)
আরও দেখুন






















