Animal: 'সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও', 'অ্যানিম্যাল' ছবিতে পরিণীতিকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা
Sandeep Reddy Vanga: পরিণীতি চোপড়া প্রথম পছন্দ হলেও শেষ পর্যন্ত 'অ্যানিম্যাল' ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে। এর আগে পরিচালক জানিয়েছিলেন...
নয়াদিল্লি: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। নায়িকার চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। তবে এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এতদিনে ছবিতে তাঁর না থাকা নিয়ে মুখ খুললেন পরিচালক। 'আমারই ভুল ছিল...', কেন বললেন পরিচালক?
গীতাঞ্জলির চরিত্রে প্রথম পছন্দ ছিলেন পরিণীতি, কেন বদল করা হল নায়িকাকে?
পরিণীতি চোপড়া প্রথম পছন্দ হলেও শেষ পর্যন্ত 'অ্যানিম্যাল' ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে। এর আগে পরিচালক জানিয়েছিলেন যে এই চরিত্রের জন্য পরিণীতিকে মানানসই লাগছিল না যখন লুকটেস্টে। কিন্তু এখন নিজেই পরিচালক জানালেন যে পরিণীতিকে গীতাঞ্জলির চরিত্রে সই করানোর প্রায় দেড় বছর পর বাদ দেন পরিচালক এবং অভিনেত্রী এই বিষয়ে যথেষ্ট হতাশ হয়েছিলেন।
সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট কোমল নাহাতাকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানান যে দুঃখ পেলেও পরিণীতি বুঝেছিলেন সঠিক কাস্টিং হওয়া ছবিটার জন্য জরুরি। পরিচালক এই সাক্ষাৎকারে বলেন, 'আসলে, দোষটা আমারই। আমি বলেছিলাম, 'সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও।' শ্যুটিং শুরু হওয়ার দেড় বছর আগে ওঁকে সই করেছিলাম এবং কোনও কারণে, ওঁর মধ্যে আমি গীতাঞ্জলিকে খুঁজে পাইনি। কিছু কিছু চরিত্র কিছু কিছু মানুষকে মানায় না।'
পরিচালক আরও জানান, পরিণীতি চোপড়ার কাজের তিনি ভক্ত এবং এও জানান যে শাহিদ কপূর অভিনীত 'কবীর সিংহ' ছবির ক্ষেত্রেও পরিণীতির কথা ভেবেছিলেন। পরিচালক বলেন, 'আমি সবসময়েই ওঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি ওঁকে বলেওছি এবং পরিণীতি নিজেও জানে সেটা। আমি ওঁকে বলেছিলাম, 'দুঃখিত, কিন্তু সিনেমার থেকে বড় কিছুই নয়। ফলে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি এবং অন্য শিল্পীর সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি'। ওঁর খারাপ লেগেছিল কিন্তু কেন এটা বলছি সেটা বুঝেওছিল।'
আরও পড়ুন: Sreelekha Mitra: স্কুল ইউনিফর্মে শ্রীলেখা মিত্র, নস্ট্যালজিয়ায় ভাসলেন অভিনেত্রী
'অ্যানিম্যাল' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কপূর। তাঁর স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে। বাবার প্রতি ভালবাসা এবং সেই হিংস্রতার বৈবাহিক জীবনে প্রভাব, সবই দেখানো হয়েছে ছবিতে। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। ভারতেই প্রায় ৫৩২.৭৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'অ্যানিম্যাল'। রণবীর কপূরের কেরিয়ারের সবচেয়ে বড় হিট এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।