Top Social Post: ভালবাসার মানুষের সঙ্গে জন্মদিন উদযাপন সন্দীপ্তার, রাখীর দিনে সুশান্তের জন্য় আবেগবঘন বার্তা দিদির
Social Post: সোশ্যাল মিডিয়া থেকে যেমন আঁচ পাওয়া যায় অভিনেতা অভিনেত্রীদের জীবনযাত্রার, তেমনই হদিশ পাওয়া যায় বিভিন্ন গসিপেরও। আজ সোশ্যালের সেরা পোস্টে, রইল তেমনই কিছু তথ্য়।
কলকাতা: সোশ্যাল মিডিয়া থেকে যেমন আঁচ পাওয়া যায় অভিনেতা অভিনেত্রীদের জীবনযাত্রার, তেমনই হদিশ পাওয়া যায় বিভিন্ন গসিপেরও। আজ সোশ্যালের সেরা পোস্টে, রইল তেমনই কিছু খবর।
ভালবাসার মানুষের সঙ্গে ঘরোয়া জন্মদিন উদযাপন সন্দীপ্তার
সদ্য জন্মদিন গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)-এর। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন জন্মদিনের অ্যালবাম। তবে পার্টি-উল্লাস নয়, শহরের বাইরেও নয়... বাড়িতেই ছিমছাম জন্মদিন পালন করলেন অভিনেত্রী। এদিন উদযাপনে হাজির ছিলেন অভিনেত্রীর বাবা-মা, গুটিকয়েক বন্ধু ও তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)।
কখনও চকোলেট কেক, মোমবাতি আর ফুলে বাবা-মা, প্রেমিকের সঙ্গে উদযাপনে মাতলেন অভিনেত্রী। হাজির ছিলেন সন্দীপ্তার বন্ধুরাও। ত্বরিতা ও সৌরভও হাজির ছিলেন এদিন। ইন্ডাস্ট্রিতে তাঁরা খুব ভাল বন্ধু বলেই পরিচিত। উদযাপনে, আনন্দে মাতলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, লিখেছেন, 'জন্মদিনের মুহূর্তরা'।
সদ্য তাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন...
ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস
রাখীর দিনে সুশান্ত সিং রাজপুতের জন্য় আবেগবঘন বার্তা দিদি শ্বেতার
২০২০ সালের ১৪ই জুন ইহজগত ত্য়াগ করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Susant Singh Rajput)। তাঁর মৃত্য়ু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। মৃত্য়ুশোকে ভেঙে পড়েছিলেন আপামর অনুরাগীরা। সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় । সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে এখনও। আজ রাখীপূর্ণিমার দিনে ভাই সুশান্তের জন্য় বিশেষ পোস্ট শেয়ার করলেন দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)।
আজ ইন্সটাগ্রাম হ্য়ান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শ্বেতা লেখেন, 'তোমাকে হারানোর বেদনা, কারো সঙ্গে শেয়ার করতে চাইলেও পারি না। এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি, এবং এমন কিছু যা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাই না। এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী। কিছু যন্ত্রণা দিন দিন গভীরতর হতে থাকে, তখন একমাত্র সান্ত্বনা হন ঈশ্বর। তোমার সঙ্গে অন্য দিকে দেখা হবে ভাই। মনে মনে তোমার হাতে রাখীল পরিয়ে প্রার্থনা করি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো।'
শ্বেতার এই পোস্ট ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, তিনি শান্তিতে আছেন, তোমাদের সবার দিকে তাকিয়ে হাসছেন।" আর একজন লিখেছেন, "আমরা তোমাকে মিস করি সুশান্ত।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial