এক্সপ্লোর
Advertisement
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত! চিকিৎসার জন্য যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে
শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে শনিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয়।
মুম্বই: ফুসফুসের ক্যান্সার হয়েছে বলিউড তারকা সঞ্জয় দত্তর। তিনি চিকিৎসার জন্য যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এমনই বলছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট। চলচ্চিত্র সমালোচক কোমল নাহতা ট্যুইট করে এই খবর জানিয়েছেন। অভিনেতা অধ্যয়ন সুমনও ট্যুইট করে সঞ্জয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে শনিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয়। তাঁর করোনা পরীক্ষাও হয়। সেই পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ এসেছে। তাঁকে নন-কোভিড ওয়ার্ডেই রাখা হয়। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে এল খারাপ খবর।Sanjay Dutt diagnosed with lung cancer. Let’s pray for his speedy recovery.https://t.co/IBc6j2XchZ
— Komal Nahta (@KomalNahta) August 11, 2020
মঙ্গলবারই সঞ্জয় সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘বন্ধুরা, আমি চিকিৎসার জন্য কিছুদিন কাজ থেকে বিরতি নিচ্ছি। আমার সঙ্গে পরিবারের লোকজন ও বন্ধুরা আছেন। শুভানুধ্যায়ীদের উদ্দেশে আর্জি, চিন্তা করবেন না,অপ্রয়োজনীয় জল্পনাও করবেন না। আপনাদের শুভেচ্ছা ও ভালবাসায় আমি দ্রুত ফিরে আসব।’ সঞ্জয়ের স্ত্রী মান্যতা ও দুই সন্তান এখন দেশে নেই। করোনা পরিস্থিতিতে তাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন। এরপর সঞ্জয়কে দেখা যাবে ‘সড়ক ২’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন আলিয়া ভট্ট,আদিত্য রায় কপূর ও পূজা ভট্ট। ২৮ অগাস্ট ছবিটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।Sanju sir diagnosed with lung cancer :( #sanjaydutt get well soon sir ???? this year why u doing this ?
— adhyayan summan (@AdhyayanSsuman) August 11, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement