এক্সপ্লোর
Advertisement
ভিডিও: দিল্লির রাস্তায় বাইকে সওয়ার কার্তিক আরয়ান ও সারা আলি খান
মুম্বই: ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে কার্তিক আরয়ানের সঙ্গে সারা আলি খান ডেটের ইচ্ছে প্রকাশ করার পর বলিউডের এই দুই উঠতি তারকাকে নিয়ে অনুরাগী মহলে বেশ জল্পনা শুরু হয়েছে। এরপর থেকেই তাঁদের দুজনকে যখনই একসঙ্গে দেখা গিয়েছে, তখনই তা নিয়ে চর্চাও শুরু হয়েছে অনুরাগী মহলে। বর্তমানে ‘লভ আজ কল ২’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সারা ও কার্তিক।
এই সিনেমার সেটে কার্তিক ও সারা যে সব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে, সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে। এরইমধ্যে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে কার্তিক ও সারাকে বাইকে চড়তে দেখা গিয়েছে। চালকের আসনে কার্তিক, আর পিছনের আসনে সারা। তাঁদের এই ভিডিও অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। তবে কয়েকজন কমেন্ট বক্সে সারাকে হেলমেট পরার ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দিয়েছেন।
সিনেমার সেট থেকে এসব ছবি ও ভিডিও দেখে অনেকেই মনে করছেন, কার্তিক ও সারার জুটি রূপোলি পর্দায় বেশ নজর কাড়তে চলেছে। কফি উইথ কর্ণ অনুষ্ঠানে সারা বলেছিলেন যে, তিনি কার্তিক আরয়ানের সঙ্গে ডেট করতে চান। এরপর কার্তিক যখন ওই অনুষ্ঠানে আসেন তখন তিনি বলেছিলেন, ‘সারা আমাকে শুধু সময় ও স্থান বলে দিক, আমি পৌঁছে যাব’।
এছাড়াও অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সঙ্গেও কার্তিককে কাজ করতে দেখা যাবে ‘পতি, পত্নী অউর ও’ সিনেমায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement