Ibrahim Ali Khan: এবার বলিউডে আত্মপ্রকাশ করছেন সইফ পুত্র, শেষ করলেন প্রথম ছবির কাজ
Ibrahim Ali Khan: অভিনয়ে হাতেখড়ি করলেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান।
কলকাতা: এবার রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন ইব্রাহিম আলি খান। এই খবর প্রকাশ্য়ে এনেছেন স্বয়ং সারা আলি খান। ইতিমধ্য়েই নাকি ইব্রাহিম শেষও করে ফেলেছেন প্রথম ছবির কাজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সইফ কন্য়া জানান, 'আমি বিশ্বাসই করতে পারছি না ইব্রাহিম প্রথম ছবির কাজ শেষ করেছে।'
তিনি আরও বলেন,'আমি ও আমার মা (অমৃতা সিং) ইব্রাহিমের সঙ্গে একইভাবে ব্য়বহার করি, তাই আমাদের দুজনের কাছেই এটা খুবই আবেগপ্রবণ মুহূর্ত'। তবে ইব্রাহিম কোন পরিচালকের সঙ্গে কোন ছবিতে কাজ করছেন তা এখনও প্রকাশ্য়ে আসেনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে'র (Zara Hatke Zara Bachke) ট্রেলার। ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'জরা হটকে জরা বঁচকে'। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সারা আলি খান ও ভিকি কৌশলকে। তাঁদের সঙ্গে অভিনয়ে রয়েছেন রাকেশ বেদি, অনুভা ফতেহপুরিয়া, নীরজ সুদ, শারিব হাশমি, ইনামুল হক প্রমুখ।
আরও পড়ুন...
Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'
কলেজের প্রেমিক-প্রেমিকা যুগল, কপিল ও সৌম্যা। তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের শুরুর প্রেম কয়েক বছর পরই উবে যায়। এবার তারা বিচ্ছেদের পথে। কিন্তু তাদের আশেপাশের মানুষই বুঝে উঠতে পারেন না যে তারা কেন আলাদা হতে চাইছে। এই সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে 'জরা হটকে জরা বঁচকে'।
প্রসঙ্গত, আজ ৩৫ পূর্ণ করলেন অভিনেতা ভিকি কৌশল। 'জরা হটকে জরা বঁচকে' ছাড়াও মুক্তির অপেক্ষায় মেঘনা গুলজারের পরিচালনায় 'স্যাম বাহাদুর'।
প্রকাশ্য়ে এসেছে, এই ছবির গান 'জরা হটকে জরা বঁচকে'র (Zara Hatke Zara Bachke) প্রথম গান (first song) 'ফির অউর কেয়া চাহিয়ে' (Phir Aur Kya Chahiye)। অরিজিৎ সিংহর কন্ঠে এই গান মন ছুঁয়েছে দর্শকের। অরিজিতের কণ্ঠে, সচিন-জিগরের পরিচালনায়, অমিতাভ ভট্টাচার্যের লেখায় 'ফির অউর কেয়া চাহিয়ে' কয়েকদিনেই মন ছুঁয়েছে লক্ষ লক্ষ মানুষের।
ছবির ট্রেলারেই দেখা মিলেছে একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।'