Sara Ali Khan Update: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার সারা আলি খান
সেফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান অল্পদিন বলিউডে অভিনয় জীবন শুরু করলেও, ইতিমধ্যেই মিষ্টিমুখের জন্য দর্শকদের মন জিতে নিয়েছেন।
![Sara Ali Khan Update: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার সারা আলি খান Sara Ali Khan Gets Brutally Trolled For Wishing Amit Shah On Birthday, know in details Sara Ali Khan Update: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার সারা আলি খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/491765c63e767f2b81ab571b0770fd53_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : আজ জন্মদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। বাকিদের মতো তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খানও (Sara Ali Khan)। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে সারা আলি খানকে নিয়ে ট্রোলের বন্যা। যদিও এখনও পর্যন্ত এই ট্রোল নিয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।
আরও পড়ুন - Mumbai Cruise Drug Case: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ অনন্যা পাণ্ডেকে, ফের তলব সোমবার, খবর এএনআই সূত্রে
সেফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান অল্পদিন বলিউডে অভিনয় জীবন শুরু করলেও, ইতিমধ্যেই মিষ্টিমুখের জন্য দর্শকদের মন জিতে নিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের নানা ভিডিও এবং ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন। শুক্রবার তেমনই জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানিয়ে সারা আলি খান নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, 'শ্রদ্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি-কে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।' এই শুভেচ্ছা জানানোর পর থেকেই নেটনাগরিকদের একাংশের ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন - Bunty Aur Babli 2 Teaser: মুক্তি পেলো টিজার, 'বান্টি অউর বাবলি টু' দিয়ে বারো বছর পর ফের একসঙ্গে সেফ-রানি
সারা আলি খানকে উদ্দেশ্য করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'এনসিবিকে অনুরোধ জানাচ্ছেন এটা নজরে রাখার জন্য এবং পরবর্তী কোনও পদক্ষেপ এড়িয়ে যাওয়ার জন্য।' আবার কেউ লিখেছেন, 'সারা আলি খান নিজেদের নিরাপদ চিহ্নিত করলেন।' এভাবেই একাধিক ট্রোলের শিকার হতে হত সারা আলি খানকে। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে 'কেদারনাথ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সারা আলি খান। খুব শীঘ্রই তাঁকে অক্ষয় কুমার এবং ধনুশের সঙ্গে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবিতে দেখা যেতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)