Bunty Aur Babli 2 Teaser: মুক্তি পেলো টিজার, 'বান্টি অউর বাবলি টু' দিয়ে বারো বছর পর ফের একসঙ্গে সেফ-রানি
২০০৫ সালে মুক্তি পেয়েছিল ক্রাইম কমেডি ছবি 'বান্টি অউর বাবলি'। পরিচালক শাদ আলির এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা।
মুম্বই : শেষবার বারো বছর আগে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সেফ আলি খান (Saif Ali Khan) ও রানি মুখোপাধ্যায় (Rani Mukerjee)। বারো বছর পর ফের 'হম তুম' জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে চলেছেন দর্শকরা। আর সেটা 'বান্টি অউর বাবলি টু' ছবি দিয়ে।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল ক্রাইম কমেডি ছবি 'বান্টি অউর বাবলি'। পরিচালক শাদ আলির এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা। বক্স অফিসে সফল হওয়া এই ছবির গল্পই যে শুধু দর্শকদের পছন্দ হয়েছিল, তা নয়। ছবির গানও একইরকমভাবে হিট হয়েছিল। এই ছবির অন্যতম আকর্ষণ ছিল 'কজরা রে' গানে বলিউড ডিভা ঐশ্বর্য রাইয়ের ডান্স পারফরম্যান্স। 'বান্টি অউর বাবলি' ছবির জন্য একাধিক পুরস্কারও জিতেছিলেন অভিনেতারা। এবার ফের সেই ছবিকে 'বান্টি অউর বাবলি টু' ছবি দিয়ে নতুন আঙ্গিকে হাজির করতে চলেছেন পরিচালক বরুণ শর্মা। তবে, ছবির পরিচালক যেমন পরিবর্তিত হয়েছে। বদলেছে ছবির অভিনেতারাও।
আরও পড়ুন - Sudha Chandran Appeals: কৃত্রিম পা খুলে দেখাতে হয় প্রতিবার! সুধা চন্দ্রনের মানবিক আর্তি প্রধানমন্ত্রীর কাছে
'বান্টি অউর বাবলি টু' ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা যাবে বলিউডের ছোটে নবাব সেফ আলি খানকে। তবে এই ছবিতে একটি জুটি নয়। সেফ-রানির সঙ্গে দেখা যাবে আরও এক জুটিকে। নতুন প্রজন্মের অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘকে এই ছবিতে আরও একটি জুটি হিসেবে দেখা যাবে।
করোনার পরিস্থিতির কারণে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পরই অন্যান্য পরিচালক, প্রযোজকদের মতো একাধিক ছবির মুক্তির দিন ঘোষণা করেছে যশরাজ ফিল্মস। 'বান্টি অউর বাবলি' ছবিটি এর আগে গতবছর ২৬ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীকালে তা পিছিয়ে যায়। জানা যাচ্ছে অবশেষে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ নভেম্বর। আর ছবি মুক্তির আগেই দর্শকদের জন্য মুক্তি পেলো 'বান্টি অউর বাবলি'র অফিশিয়াল টিজার। এরই সঙ্গে জানা গিয়েছে আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার। দীর্ঘ বারো বছর পর পর্দায় একসঙ্গে সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের কেমিস্ট্রি যে ফের দর্শককে মাতিয়ে দেবে, তা বলাই বাহুল্য।